২০২৬-এ বিধানসভায় কটি আসন পাবে তৃণমূল ? ভবিষ্যদ্বাণী করলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি বিজেপি আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলা থেকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছে। এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) আসন সংখ্যা বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ, রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ার জনসভায় যোগ দেন অভিষেক। সেই সভা থেকেই পরের বিধানসভা নির্বাচন নিয়ে আসন সংখ্যা বেঁধে দেন দলের নেতা–কর্মীদের।

বিধানসভা নির্বাচন নিয়ে কী বললেন অভিষেক? আজ, রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোপড়ার জনসভা থেকে অভিষেক বলেন, ‘‌ইডি–সিবিআই দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে। তৃণমূল এসবকে ভয় পায় না। আমাকেও নোটিশ পাঠিয়েছে। যত নোটিস আসবে, আন্দোলনের ভাষা তত তীব্র হবে। ধমকে চমকে তৃণমূলকে আটকাতে পারবেন না। ২০১১ সালে ১৮৪ আসন ছিল, ২০১৬ সালে ২১১, আর ২০২১ সালে ২১৪। ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের আসনসংখ্যা ২৪০ হবে। যত ধমকাবেন চমকাবেন, ততই শক্তিশালী হবে তৃণমূল।’

abhishek 2

শুধু আসন সংখ্যা স্থির করাই নয়, এই সভা থেকে বিজেপিকেও তুলোধোনা করেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করে লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়িয়ে বিধানসভা নির্বাচনে বিপুল আসনের টার্গেট দেন ডায়মন্ডহারবারের সাংসদ। তাঁর এদিনের বক্তব্যকে ঘিরেই চূড়ান্ত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এই মুহুর্তে উত্তর দিনাজপুরে চলছে তৃণমূলে নব জোয়ারে কর্মসূচি। সেই কর্মসূচি নিয়েই আজ সেখানে জনসভা ছিল অভিষেকের। এই জনসভায় উল্লেখযোগ্যভাবে কংগ্রেসকে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ‘‌বাংলা থেকে দু’‌জন কংগ্রেস সাংসদ আছেন। যাঁরা দিল্লিতে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে কোনও শব্দ খরচ করেনি। এটা অত্যন্ত দুঃখের।’

অভিষেক এদিন আরও বলেন, ‘একশো দিনের কাজের টাকা, সড়ক যোজনার টাকা–সহ নানা প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। গরিব মানুষের টাকা আটকে রেখেছে মোদি সরকার। বিজেপির সাংসদরা তো কিছু করেননি। এমনকী বাংলা থেকে জয়ী দুই কংগ্রেস সাংসদকেও কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি।’‌ নাম না করে অধীর চৌধুরী এবং আবু হাসেম খান চৌধুরীকে নিশানা করেছেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।


Sudipto

সম্পর্কিত খবর