বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জনপ্রিয় ওয়েবসিরিজ “জামতারা” (Jamtara)-র দ্বিতীয় পার্টটি রিলিজ হয়েছে। ইতিমধ্যেই এই পার্টটিও দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। মূলত, ওই সিরিজে অনলাইন জালিয়াতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি সতর্কও করা হয়েছে। মূলত, সেখানে কিছু যুবক ভুয়ো সিমের সাহায্যে অনলাইনে প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ করে নেয়। আর সেজন্য তারা প্রতিবারই নতুন সিম ব্যবহার করে। এমনকি, আমাদের বাস্তব জীবনেও অনেকে এই ঘটনার শিকার হন। এমতাবস্থায়, এখন প্রশ্ন উঠতেই পারে যে এই জালিয়াতির জন্য তারা কিভাবে নতুন সিম পায়? বর্তমান প্রতিবেদনে সেই বিষয়টি উপস্থাপিত করে বিস্তারিত তথ্য জানানো হল।
মূলত, আপনি যখন একটি সিম চালু করেন, সেক্ষেত্রে তখন আপনার প্রদত্ত ID (আধার কার্ড)-র সাহায্যে দুর্বৃত্তরা একটি নকল সিম বার করে ফেলতে পারে। যদিও এই কাজ আদৌ সহজ নয়। তবে, আপনার অজান্তেই আপনার ID ব্যবহার করে আদৌ কোন সিম সক্রিয় করা হয়েছে কি না তা আপনি বাড়িতে বসেই খুব সহজে জানতে পারবেন। তার জন্য অনুসরণ করতে হবে কিছু পদ্ধতি।
কিভাবে জাল সিম খুঁজে বের করবেন:
১. অনেক সময় জানা যায় না যে আপনার ID থেকে কতগুলি সিম বের করা হয়েছে। এই জন্য বর্তমান প্রতিবেদনে কিছু সহজ টিপস সম্পর্কে জানানো হচ্ছে। মূলত, https://tafcop.dgtelecom.gov.in/-এই অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে আপনি এটি খুঁজে পেতে পারেন। প্রথমত, আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে এবং আপনার মোবাইল নম্বর লিখতে হবে। এরপরে, আপনার ফোনে একটি OTP আসবে। যা ওয়েবসাইটটিতে দিতে হবে।
২. এরপরে আপনি স্ক্রিনে একটি তালিকা দেখতে পাবেন। যেখানে আপনার লিঙ্ক করা সিম কার্ডের বিস্তারিত তথ্য লেখা থাকবে। পাশাপাশি, যদি এই তালিকায় অন্য কোনো নম্বর থাকে সেক্ষেত্রে আপনি সেটিও পরীক্ষা করতে পারেন। এছাড়াও, সন্দেহজনক কোনো নম্বর দেখলে তা ব্লক করার সুবিধাও রয়েছে।
৩. সন্দেহজনক নম্বর ব্লক করার পরে আপনি একটি ট্র্যাকিং আইডি পাবেন। এর ভিত্তিতে খোঁজ নিয়ে অবৈধ নম্বরের অপারেটরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যেকোনো একটি ID-র সাহায্যে শুধুমাত্র ৯ টি সিম সক্রিয় করা যেতে পারে। অপরদিকে, জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির ID দ্বারা কেবল ৬ টি সিম সক্রিয় করা যায়।