বাংলাহান্ট ডেস্ক : বর্ষশেষের বলিউড বক্স অফিসে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন রণবীর সিং। ‘ধু্রন্ধর’ (Dhurandhar) এর হাত ধরে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। রণবীর কাপুরের অ্যানিম্যাল, শাহরুখের পাঠানকে ছাপিয়ে বছরের সবথেকে বেশি আয় করা ছবি হয়ে দাঁড়িয়েছে ধুরন্ধর। তবে এবার সম্ভবত ধীরে ধীরে ব্যবসা গোটানোর সময় হয়ে এসেছে ধুরন্ধর এর।
বক্স অফিসে রাজত্ব করছে ধুরন্ধর (Dhurandhar)
গত বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার পর ২৯ চম দিনে ছবিটির আয় ৮.৭৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট বলছে, এই শুক্রবার ৭৪৭.৭৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ মুক্তির পর চতুর্থ সপ্তাহেও দর্শক টানছে ছবিটি।

কত আয় করেছে ছবিটি: রিপোর্ট বলছে, প্রথম সপ্তাহে ২০৭.২৫ কোটি, দ্বিতীয় সপ্তাহে ২৫৩.২৫ কোটি টাকা আয় করেছে রণবীরের ছবি। অন্যদিকে তৃতীয় সপ্তাহে ১৭২ কোটি আর চতুর্থ সপ্তাহে ১০৬.৫ কোটি টাকা আয় করেছে ধুরন্ধর।
আরও পড়ুন : বন্ধ হতে বসেছে UTS অ্যাপ? শুরু জল্পনা, ট্রেনের মান্থলি টিকিট কাটার জন্য এবার বিকল্প কী?
কেন্দ্রের বদলের নির্দেশ: সম্প্রতি ১১২৮ কোটি টাকা আয় করে ফেলেছে ধুরন্ধর (Dhurandhar)। এদিকে তারপরেই এসেছে কেন্দ্রের নির্দেশ। ওই নির্দেশিকা অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে সংশোধিত সংস্করণটি সম্প্রচারিত হবে বলে খবর। যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ছবির কিছু অংশ মিউট করতে হবে এবং সংলাপ পরিবর্তন করতে হবে।
আরও পড়ুন : ‘মানসিকভাবে বিপর্যস্ত’, বর্ডার ২ এর প্রচারে ধর্মেন্দ্রর স্মৃতিচারণ সানির
যেমনটা জানা যাচ্ছে, বাদ পড়া শব্দগুলির মধ্যে রয়েছে ‘বালুচ’। এই বিশেষ শব্দটি নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি আরও একটি শব্দ মিউট করা হয়েছে, সঙ্গে একটি পুরো সংলাপও সংশোধনও করা হয়েছে বলে খবর। তবে অপর দুটি সংশোধন কী করা হয়েছে তা গোপনে রাখা হয়েছে এখনও।












