উৎসবের মরশুমে ভরল সরকারের কোষাগার! অক্টোবরে লাফিয়ে বাড়ল GST আদায়ের পরিমাণ

Published on:

Published on:

How much did GST collection increase during the festive season?

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে GST হারে (GST Collection) সংশোধন করা হয়। যেখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দামের ওপর GST হার কমানো হয়েছিল। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে কেনাকাটার ওপরে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, GST হার কমানোর জেরে উৎসবের মরশুমে কেনাকাটার কারণে অক্টোবরে মোট GST আদায় ৪.৬ শতাংশ বেড়ে প্রায় ১.৯৬ লক্ষ কোটি টাকা হয়েছে।

GST আদায়ের (GST Collection) পরিমাণ:

জানিয়ে রাখি যে, রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল সহ ৩৭৫ টি জিনিসের ওপর GST (GST Collection)-র নতুন হার গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেটি ছিল নবরাত্রির প্রথম দিন। ওই সময়টি নতুন জিনিস কেনার জন্য শুভ বলে মনে করা হয়।

How much did GST collection increase during the festive season?

অক্টোবরে GST আদায়ের পরিমাণ: উল্লেখ্য যে, অক্টোবরের GST আদায়ের (GST Collection) পরিসংখ্যান উৎসবের মরশুমের ইতিবাচক বিক্রি এবং চাহিদার প্রভাবকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে দীপাবলির আগে GST হার কমানোর ঘোষণা করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে অধিকাংশ গ্রাহকরা GST হার হ্রাসের অপেক্ষায় তাঁদের কেনাকাটার সিদ্ধান্ত স্থগিত রাখেন। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে গত মাসে অর্থাৎ অক্টোবরে মোট GST আদায়ের পরিমাণ ছিল প্রায় ১.৯৬ লক্ষ কোটি টাকা। যা ২০২৪ সালের অক্টোবরে ১.৮৭ লক্ষ কোটি টাকার আদায়ের চেয়ে ৪.৬ শতাংশ বেশি।

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে জিতবে কোন দল? কী বলছে ICC-র নিয়ম?

পূর্ববর্তী মাসগুলির সংগ্রহ: উৎসবের মরশুমে অক্টোবরে GST সংগ্রহ (GST Collection) বৃদ্ধি পেলেও, তার আগের মাসে কর সংগ্রহের হার কম ছিল। চলতি বছরের অগাস্ট এবং সেপ্টেম্বরে কর সংগ্রহের পরিমাণ ছিল যথাক্রমে ১.৮৬ লক্ষ কোটি এবং ১.৮৯ লক্ষ কোটি। তবে, অক্টোবরে GST আদায় বার্ষিক ৪.৬ শতাংশ বৃদ্ধি আগের মাসগুলিতে দেখা যাওয়া গড় বৃদ্ধির প্রায় ৯ শতাংশের তুলনায় কম।

আরও পড়ুন: সুখবর! হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, কবে ফিরবেন ভারতে? জানাল BCCI

এদিকে, মোট দেশজ রেভিনিউ যা স্থানীয় বিক্রয়ের সূচক হিসেবে বিবেচিত হয় তা অক্টোবরে ২ শতাংশ বেড়ে ১.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে, আমদানি শুল্ক প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০,৮৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। GST রিফান্ডও বছরে ৩৯.৬ শতাংশ বেড়ে ২৬,৯৩৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, ২০২৫ সালের অক্টোবরে নিট GST (GST Collection) রেভিনিউ ছিল ১.৬৯ লক্ষ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ০.২ শতাংশ বেশি।