বজায় আম্বানির দাপট! ২০২৫-এ আয়ের দিক থেকে রইলেন প্রথম স্থানে, কোথায় দাঁড়িয়ে আদানি?

Published on:

Published on:

How much did Mukesh Ambani-Gautam Adani earn in 2025.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালে, দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্সের শেয়ার দালাল স্ট্রিটে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। এই শেয়ারের মূল্যে এখনও পর্যন্ত ২৭ শতাংশের জোরালো বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে এবং এর সরাসরি প্রভাব দেখা গেছে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani-Gautam Adani)
মোট সম্পদের ওপর। ইতিমধ্যেই মুকেশ আম্বানি ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে রয়েছেন। এদিকে, এই বছর আয়ের দিক থেকে ভারতীয়দের মধ্যে মুকেশ আম্বানি প্রথম স্থানে থাকলেও, গৌতম আদানি তৃতীয় স্থানে নেমে এসেছেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আম্বানি-আদানির (Mukesh Ambani-Gautam Adani) মোট সম্পদের পরিমাণ:

RIL ষষ্ঠ সেরা পারফর্মিং স্টক: এই বছর রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে, এবং মুকেশ আম্বানির মালিকানাধীন এই সংস্থার শেয়ার চলতি বছরে এখনও পর্যন্ত BSE সেনসেক্সে ষষ্ঠ সেরা পারফর্মিং শেয়ার হিসেবে বিবেচিত হয়েছে। রিপোর্ট অনুসারে, এর নেপথ্যে অন্যতম কারণ হল, ভ্যালু আনলকিংয়ের বিষয়ে পজেটিভ সেন্টিমেন্ট বজায় রাখা। ২০২৬ সালে রিলায়েন্স জিও প্ল্যাটফর্মের IPO-র প্রত্যাশা রয়েছে এবং বিশ্লেষকদের ইতিবাচক প্রতিক্রিয়া শেয়ার ফিউচারকে সমর্থন করছে।

How much did Mukesh Ambani-Gautam Adani earn in 2025.

মুকেশ আম্বানির সম্পদ কত বেড়েছে: দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্সের শেয়ারে ২৭ শতাংশ বৃদ্ধির ফলে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ সরাসরি ১৫.৩ বিলিয়ন ডলার (প্রায় ১.৩ লক্ষ কোটি টাকা) বৃদ্ধি পেয়েছে। এর ফলে, তিনি ২০২৫ সালে ভারতীয় বিলিয়নেয়ারদের মধ্যে সর্বোচ্চ লাভবান এবং ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সে একমাত্র ভারতীয় সেন্টিবিলিয়নেয়ার হিসেবে বিবেচিত হয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ এখন ১০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই পরিসংখ্যানের ওপর ভর করে মুকেশ আম্বানি এখন বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ারদের তালিকায় ১৮ তম স্থানে রয়েছেন। তবে, যদি আমরা গত ২৪ ঘন্টার কথা বলি, সেক্ষেত্রে তাঁর ৪৩১ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ভারত ছাড়াও আরও একাধিক বড় দেশে পরিষেবা প্রদান করে SBI! তালিকায় রয়েছে চমক

আদানিকে টেক্কা দিলেন কে: এদিকে, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে মোট সম্পদের পরিপ্রেক্ষিতে গৌতম আদানি দ্বিতীয় স্থানে থাকলেও চলতি বছরে আয়ের নিরিখে তাঁকে টেক্কা দিয়েছেন লুক্সেমবার্গে স্থিত গ্লোবাল স্টিল অ্যান্ড মাইনিং কোম্পানি আর্সেলর মিত্তলের মালিক লক্ষ্মী মিত্তল। মিত্তলের সম্পত্তি ১১.৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছ এবং এখন তা বেড়ে ৩১.৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: IPL-এর সবথেকে দামি বিদেশি খেলোয়াড়! ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনল KKR

এদিকে, এই ক্যালেন্ডার বর্ষে গৌতম আদানির সম্পদের পরিমাণ ৬.৫২ বিলিয়ন ডলার বেড়ে ৮৫.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে আদানি পাওয়ার লিমিটেড, আদানি এনার্জি সলিউশনস লিমিটেড এবং আদানি পোর্টস লিমিটেডের মতো আদানি গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানির শেয়ার এখনও পর্যন্ত ২৩-৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এসিসি লিমিটেড, এডব্লিউএল এগ্রি বিজনেস, আদানি টোটাল গ্যাস লিমিটেড এবং NDTV-র শেয়ারের দামে ১৩-৩৫ শতাংশের পতন ঘটেছে।