যেকোনও মূল্যে গম্ভীরকে চাই! গৌতমকে KKR-এ ফেরাতে কত টাকা খরচ করলেন শাহরুখ? প্রকাশ্যে এল রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এক বছরের অপেক্ষার পর ফের ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টকে উপভোগ করতে প্রস্তুত ক্রিকেট অনুরাগীরা। এমতাবস্থায়, ফ্র্যাঞ্চাইজিগুলির বিষয়ে বিভিন্ন নিত্যনতুন আপডেট সামনে আসছে। তবে, এবার KKR (Kolkata Knight Riders)-এর বিষয়ে একটি অবাক করা তথ্য প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি মরশুমে কলকাতার সাথে ফের যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। এদিকে, কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার বিষয়ে রীতিমতো উত্তেজনা প্রকাশ করেছেন তিনি।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, “KKR কোনো ফ্র্যাঞ্চাইজি নয়, এটা আমার জন্য একটা আবেগ। আশা করি আমি প্রত্যেকের প্রত্যাশা পূরণ করব। আমি নিশ্চিত যে আমরা চেষ্টা করব এবং কলকাতাকে গর্বিত করব। আমরা সেটাই করতে চলেছি।” এদিকে, গৌতম গম্ভীরের এই প্রত্যাবর্তন KKR-এর অনুরাগীদেরও আশা বাড়িয়েছে। ইতিমধ্যেই গৌতম লখনউ সুপার জায়ান্টসে (LSG) মেন্টর হিসাবে কাজ করছিলেন এবং ওই দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে, গৌতম গম্ভীরকে দলে আনতে আনতে KKR যে কতটা চেষ্টা করেছিল সেই বিষয়টি এবার সামনে এসেছে। দৈনিক জাগরণ-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ খান গৌতম গম্ভীরকে বোর্ডে নিতে আগ্রহী ছিলেন। শুধু তাই নয়, শাহরুখ প্রাক্তন ভারতীয় অধিনায়ককে IPL ২০২৪-এর জন্য তাঁর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার ক্ষেত্রে নাকি একটি ফাঁকা ব্ল্যাঙ্ক অফার করেছিলেন। যদিও, গম্ভীরের বেতন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বাবা ট্রেনে, নীচে শিশুকন্যা! দেবদূত হয়ে এগিয়ে এলেন পুলিশ কর্মী! বাঁচালেন ফুটফুটে প্রাণ

উল্লেখ্য যে, IPL-এর মঞ্চে KKR-এর সাফল্যের বিষয়ে গৌতম গম্ভীরের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাঁর অধিনায়কত্বেই KKR ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়। KKR-এর হয়ে তিনি ১২২ ম্যাচে ৩১.২৬ গড়ে ৩,৩৪৫ রান সংগ্রহ করেন। পাশাপাশি, যেকোনো দলের হয়ে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও রয়েছে গম্ভীরের। তাঁর অধিকনায়কত্বে, KKR ২০১৪ সালে টানা ৯ টি ম্যাচ জিতেছিল এবং ওই টুর্নামেন্টে KKR চ্যাম্পিয়নও হয়। তবে, এবার গম্ভীর KKR-এর মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হবেন।

আরও পড়ুন: ভোটের কারণে এবারের IPL হবে দেশের বাইরে? রাখঢাক না করে জানিয়ে দিলেন BCCI সচিব

জানিয়ে রাখি যে, গৌতম গম্ভীর সম্প্রতি তাঁর রাজনৈতিক কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। গম্ভীর জানিয়েছেন যে তিনি ক্রিকেটের প্রতিশ্রুতির প্রতি মনোযোগ দিতে চান। এমতাবস্থায়, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের জুটি IPL-এর স্পটলাইট দখল করে রাখবে। পাশাপাশি, এই মরশুমে KKR-এর পারফরম্যান্স কেমন হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর