বাবা ট্রেনে, নীচে শিশুকন্যা! দেবদূত হয়ে এগিয়ে এলেন পুলিশ কর্মী! বাঁচালেন ফুটফুটে প্রাণ

বাংলা হান্ট ডেস্ক: কোথাও কোনো সমস্যার কিংবা বিপদের সম্মুখীন হলে আমরা সাহায্যের আশায় যাঁদের কাছে প্রথমে ছুটে যাই তাঁরা হলেন পুলিশকর্মী (Police)। সমাজের প্রতিটি ক্ষেত্রেই সুষ্ঠুভাবে সমস্ত কিছু পরিচালনার ক্ষেত্রে তাঁরা থাকেন অত্যন্ত সতর্ক। আর সেই কারণেই কোথাও কোনো সন্দেহ দেখলেই তাঁরা নেন দ্রুত অ্যাকশন। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে তাঁরা তাঁদের অনবদ্য সব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাঁচিয়ে দেন মানুষের জীবনও।

এমনিতেই, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তাঁদের মধ্যে কিছু জন থাকেন যাঁরা বিপদের তোয়াক্কা না করেই অন্যের জীবন বাঁচাতে বড় ঝুঁকি গ্রহণ করেন। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক পুলিশকর্মীর প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব। যিনি এক শিশুকন্যাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

The police personnel saved the girl's life at the station

মূলত, আমরা যাঁর বিষয়ে আপনাদের জানাবো তিনি হলেন বরুণ দেব বিশ্বাস। জানা গিয়েছে যে, গত শনিবার বিকেল ৫ টা ২০ মিনিট নাগাদ ব্যারাকপুরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া লালগোলা লোকাল আচমকাই দাঁড়িয়ে যায়। আর তারপরেই দেখা যায় যে একজন পুলিশকর্মী একটি শিশু এবং কিছু জিনিসপত্রকে সঙ্গে নিয়ে দৌড়ে চলেছেন ট্রেনের দিকে।

আরও পড়ুন: ভোটের কারণে এবারের IPL হবে দেশের বাইরে? রাখঢাক না করে জানিয়ে দিলেন BCCI সচিব

বিষয়টি দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেলেও জানা যায় যে, শিশুকন্যাটির বাবা ট্রেনে উঠে পড়লেও ট্রেনটি গতি নিয়ে নেওয়ায় বাচ্চা মেয়েটি উঠতে পারেনি। এমতাবস্থায়, তাকে রীতিমতো ট্রেনের তলায় চলে যাওয়ার হাত থেকে রক্ষা করেন বরুণ বাবু। শুধু তাই নয়, গার্ডের কাছে অনুরোধের মাধ্যমে তিনি ট্রেন থামিয়ে দিতেও সক্ষম হন।

আরও পড়ুন: এবার আরও সহজ হবে বিদেশ সফর! মাত্র ৫ দিনেই মিলবে পাসপোর্ট, এভাবে করুন আবেদন

এমতাবস্থায়, ওই শিশুকন্যাকে সুষ্ঠুভাবে তার বাবার কাছে পৌঁছে দেন তিনি। আর এই সমগ্র বিষয়টিই সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন এক ব্যক্তি। মূলত, “Sujoy Dey Versatile Singer” নামের অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে একটি পোস্ট ফেসবুকে করা হয়। যেটি থেকে জানা গিয়েছে যে, ওই পুলিশকর্মীর বাড়ি বসিরহাটে। পাশাপাশি ওই পোস্টের শেষে এটাও লেখা হয়েছে যে, “সব পুলিশ খারাপ হয়না”। এদিকে ইতিমধ্যেই এই পোস্টের পরিপ্রেক্ষিতে বরুণ বাবুকে কুর্ণিশ জানাচ্ছেন নেটাগরিকরা। পাশাপাশি, তিনি যেভাবে ওই বাচ্চা মেয়েটিকে তার বাবার কাছে পৌঁছে দিলেন সেটি জানতে পেরে সকলেই তাঁর ভূয়সী প্রশংসা করছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর