কেউ ৯ কোটি, কেউ মোটে ১ টাকা! বায়োপিকের জন্য নামী ব্যক্তিত্বরা কত টাকা পেয়েছিলেন, জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যত ধরণের ছবি তৈরি হয় তাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা রয়েছে বায়োপিকের (Biopic)। ক্রীড়াজগৎ, অভিনয় জগতের ব্যক্তিত্বদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের জীবন নিয়েও তৈরি হয়েছে ছবি। বেশিরভাগ বায়োপিকই (Biopic) ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। ফলত আরো বায়োপিক বানানোর ধুমও পড়েছে বলিউডে।

যাঁদের বায়োপিক (Biopic) হয় তাঁরা কী পান

কিন্তু যাঁদের বায়োপিক তৈরি হয়, যাঁদের জীবন নির্ভর গল্প দেখানো হয় পর্দায় তাঁরা কী পান জানেন? তাঁরা সকলেই আর্থিক লাভ পেয়ে থাকেন। যদিও কয়েকজন বায়োপিকের (Biopic) দৌলতে ভালো মুনাফা করলেও অনেকেই নিজের জীবন নির্ভর ছবির জন্য তেমন টাকা নেননি।

আরো পড়ুন : দু বছর পেরিয়ে শেষমেষ থামল সফর, গুঞ্জন সত্যি করে শেষ হল জনপ্রিয় সিরিয়াল

সঞ্জু– বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের উপরে নির্ভর করে তৈরি হয়েছিল সঞ্জু ছবিটি। বায়োপিকে (Biopic) সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। শোনা যায়, বায়োপিক তৈরির জন্য ৯ কোটি টাকা নিয়েছিলেন সঞ্জয় দত্ত। পাশাপাশি ছবির লাভের শতকরা ভাগও নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : বলিউডের অন্যতম হেভিওয়েট অনুষ্ঠান, অমিতাভ জয়ার বিয়েতে মেনু কী ছিল জানেন?

দঙ্গল– মহাবীর সিং ফোগাট এবং তাঁর দুই কুস্তিগীর মেয়েদের নিয়ে তৈরি হয়েছিল দঙ্গল। মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। ছবিটি ১০০০ কোটি ক্লাবে জায়গা পেলেও ববিতা ফোগাট অভিযোগ করেছেন, তাঁদের পরিবারকে মাত্র ১ কোটিই দেওয়া হয়েছিল।

Biopic

মেরি কম– জনপ্রিয় মহিলা বক্সার মেরি কমের জীবনী চিত্র পর্দায় ফুটিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই বায়োপিকের (Biopic) জন্য মেরি নিয়েছিলেন ২৫ লক্ষ টাকা।

Biopic

ভাগ মিলখা ভাগ– ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং এর জীবনের উপরে নির্ভর করে তৈরি হয়েছিল এই ছবি। অভিনয় করেছিলেন ফারহান আখতার। শোনা যায়, এই বায়োপিকের (Biopic) জন্য মিলখা সিং নিয়েছিলেন মাত্র ১ টাকা। অন্যদিকে ‘আজহার’ ছবির জন্যও প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন এক টাকাও নিতে চাননি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর