বাংলাহান্ট ডেস্ক : শুধু অভিনয় নয়, বলিউডের (Bollywood) একাধিক খ্যাতনামা তারকা ব্যবসার জগতেও বেশ নাম করেছেন। অনেকে যেমন নিজের ব্র্যান্ড শুরু করেছেন, কেউ কেউ আবার রেস্তোরাঁর ব্যবসায় সাফল্য পেয়েছেন। কিন্তু এই সব অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল রেস্তোরাঁর খাবার মাঝেমধ্যেই উঠে আসে চর্চায়। সম্প্রতি অভিনেত্রী (Bollywood) মৌনি রায়ের রেস্তোরাঁর মেনু ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। সেখানে খাবারের দাম দেখেই চোখ কপালে উঠেছিল নেটিজেনদের।
বলিউড (Bollywood) তারকাদের রেস্তোরাঁর খাবারের দাম ভাইরাল
বেঙ্গালুরুর সারজাপুর এবং মুম্বইয়ের আন্ধেরিতে মৌনি চালু করেন ‘বদমাশ’ রেস্তোরাঁ। বর্তমানে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে ছটিরও বেশি রেস্তোরাঁ রয়েছে তাঁর। মূলত ৩০০-৮০০ টাকার মধ্যেই রয়েছে রেস্তোরাঁর খাবার দাবারের দাম। তবে কিছু কিছু খাবারের দাম রীতিমতো চমকে দেওয়ার মতোই। ভাইরাল মেনু থেকে জানা যায়, সাধারণ ঝালমুড়ির দামও এখানে ৩৯৫ টাকা। মেনুর অন্যতম আকর্ষণ ‘অ্যাভোকাডো ভেল’, যা কিনা ঝালমুড়ি এবং অ্যাভোকাডোর সংমিশ্রণ, এর দাম ৩৯৫ টাকা।

কেমন দাম খাবারের: এখানে পাওয়া যায় পেঁয়াজিও, দাম ৩৫৫ টাকা। সাধারণ তন্দুরি রুটি ১০৫ টাকা, নানের দাম ১১৫ টাকা। মিষ্টিপ্রেমীদের জন্যও রয়েছে কিছু ক্লাসিক ডেজার্ট, যেমন শাহি টুকরা ও গুলাব জামুন। এগুলির দাম পিস প্রতি ৪১০ টাকা। অবশ্য একা মৌনি নন, টিনসেল টাউনের (Bollywood) আরেক অভিনেত্রী শিল্পা শেট্টির রেস্তোরাঁর খাবারের দামও রীতিমতো চমকপ্রদ।
আরও পড়ুন : ষষ্ঠ শ্রেণি পেরোনোর আগেই ধরা পড়ে ক্যানসার, ৮২ টি কেমো নিয়ে উচ্চমাধ্যমিকে নবম অদ্রিজা
চমকে দেবে শিল্পার রেস্তোরাঁর খাবারের দাম: মুম্বইয়ের ‘এ লিস্টার’ রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম শিল্পার (Bollywood) ‘বাস্তিয়ান’। সম্প্রতি এই রেস্তোরাঁর কিছু পদের দাম ভাইরাল হয় নেট পাড়ায়। তার মধ্যে রয়েছে জুঁই ফুলের ভেষজ চা যার দাম ৯২০ টাকা, চিলি গার্লিক নুডলসের দাম ৬৭৫ টাকা, অ্যাভোকাডো টোস্ট পিস প্রতি দাম ৮০০ টাকা।
আরও পড়ুন : রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প রাস্তা কী? যানজট এড়াতে জেনে রাখুন
এখানেই শেষ নয়। বুব়্যাটা স্যালাডের জাম ১০৫০ টাকা। ফরাসি ওয়াইন পান করার ইচ্ছা হলে দিতে হবে ১ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা! সম্প্রতি শোভা দে জানান, রীতিমতো হাই প্রোফাইল ব্যক্তিরা আসেন বাস্তিয়ানে খেতে। এই রেস্তোরাঁর এক রাতের আয়ই প্রায় ২-৩ কোটি টাকা।













