এত টাকা! রাম মন্দির নির্মাণে উপুরহস্ত ভক্তদের, কত কোটি এল তহবিলে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেশের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার সঙ্গে সঙ্গে অযোধ্যার এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে নবনির্মিত রাম মন্দির (Ram Mandir)। দীর্ঘ সময় পর নিজের ঘরে ফিরেছেন রামলালা। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হয় রাম মন্দিরের। এই মন্দির (Ram Mandir) নির্মাণের জন্য দান বা প্রণামীর আহ্বান করা হয়েছিল। জনসাধারণের থেকে প্রাপ্ত সেই টাকার অঙ্ক প্রকাশ্যে আনা হয়েছে সম্প্রতি। আর তাতেই রীতিমতো চোখ কপালে উঠেছে আমজনতার।

রাম মন্দির (Ram Mandir) নির্মাণে বিপুল অর্থ দান আমজনতার

রাম মন্দির গড়ে তোলার জন্য সাধারণ মানুষের কাছে দান হিসেবে অর্থ প্রার্থনা করা হয়েছিল। মন্দির নির্মাণ কমিটির প্রধান বলেন, আমজনতার থেকে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। কিছুদিন আগেই রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, মন্দির নির্মাণের জন্য যে অর্থ প্রার্থনা করা হয়েছিল তাতে সাড়া দিয়ে বহু মানুষ অর্থ দান করেছেন।

How much donated for making of ram mandir

কত টাকা উঠল তহবিলে: হিসেব করে দেখা গিয়েছে, যে পরিমাণ অর্থ এসেছে তা ৩০০০ কোটি টাকারও বেশি! আমজনতার কাছ থেকেই এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেন মন্দির (Ram Mandir) নির্মাণ কমিটির চেয়ারম্যান। তিনি আরও বলেন, মন্দির নির্মাণ প্রকল্পে মোট খরচ হয়েছে প্রায় ১৮০০ কোটি টাকা। এর মধ্যে ১৫০০ কোটি টাকার বিলিং সম্পন্ন হয়েছে। বাকি বিলিংয়ের জন্য সম্ভবত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন : রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প রাস্তা কী? যানজট এড়াতে জেনে রাখুন

সম্মান জানানো হবে দাতাদের: ২০২২ সালে মন্দির নির্মাণের ক্ষেত্রে তহবিল সংগ্রহের অভিযান শুরু হওয়ার পর থেকে আমজনতার থেকে বিপুল সাড়া মিলেছিল। দেশজুড়ে ভক্তরা উদার ভাবেই এই প্রকল্পে দান করেছিলেন। যারা দান করেছেন, আগামী ২৫ নভেম্বর রাম মন্দিরে (Ram Mandir) ধ্বজারোহণ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হবে বলে খবর। পাশাপাশি মন্দির নির্মাণ কাজে অবদান রাখা নির্মাণকর্মী এবং সরবরাহকারীদেরও সম্মান জানানো হবে।

আরও পড়ুন : পেঁয়াজির দাম ৩৫৫ টাকা, দেড় লাখের ওয়াইন! মৌনি-শিল্পার রেস্তোরাঁর মেনু দেখলে এমনিই মিটে যাবে খিদে

কে কে উপস্থিত থাকবেন ধ্বজারোহণ অনুষ্ঠানে? মন্দির কমিটির প্রধান জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে। তাঁর হাত ধরেই মন্দির চূড়ায় পতাকা উত্তোলন হবে। এই অনুষ্ঠান উপলক্ষে প্রচুর ভক্ত একত্রিত হবেন মন্দিরে। তবে এই মুহূর্তে মূল মন্দিরের ভেতরে প্রায় ৫০০০ থেকে ৮০০০ ভক্তের থাকার ব্যবস্থা করা যেতে পারে বলে জানা যাচ্ছে।