বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় তারকার অভাব নেই। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তাদের ভক্তের সংখ্যা বিশাল। কিন্তু জানেন কি, তাদের মধ্যে অনেক নামিদামি তারকাই খুব উচ্চশিক্ষিত নন। এমনই কিছু ক্রিকেটারের শিক্ষার বিষয়ে এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
সচিন টেন্ডুলকার:
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন মাত্র ১৬ বছর বয়সেই ভারতের হয়ে ডেবিউ করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে ডেবিউ করার পর নিজের হায়ার সেকন্ডারী স্কুলের পরীক্ষা দেন। তারপর তিনি আর পড়াশুনা করেননি।
মহেন্দ্র সিং ধোনি:
ভারতের হয়ে খেলার সুযোগ পেতে গিয়ে ধোনিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ধোনিকে এর জন্য নিজের পড়াশুনাও ছাড়তে হয়। ধোনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সের পড়াশুনা শুরু করেন, কিন্তু তিনি ক্রিকেটের কারণে তা সম্পূর্ণ করতে পারেননি।
বিরাট কোহলি:
বিরাট কোহলি একজন দ্বাদশ পাস ব্যক্তি। শোনা যায় বিরাট একজন খেলাধুলা এবং শিক্ষা উভয় ক্ষেত্রেই উজ্জ্বল শিশু ছিলেন। বিরাট তার স্কুল শিক্ষা বিশাল ভারতী পাবলিক স্কুলে শেষ করেন এবং ১৯৯৮ সালে তিনি পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে যোগ দেন এবং শুধুমাত্র ক্রিকেটে মনোনিবেশ করেন।
রোহিত শর্মা:
রোহিত শর্মা মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল এবং আওয়ার লেডি অফ ভাইলাঙ্কানি হাই স্কুল থেকে তার স্কুলজীবন কাটিয়েছেন। দ্বাদশ পাশের পরপরই তিনি ক্রিকেটে কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা ছেড়ে দেন। ১২ বছর বয়সে মামার টাকায় একটি ক্রিকেট ক্যাম্পে যোগ দিয়ে তার ক্রিকেট যাত্রা শুরু হয়।