জিয়াগঞ্জে ছাপোষা জীবনযাপন, মাটির মানুষ অরিজিৎ এক একটি শোয়ের জন্য কত পারিশ্রমিক নেন জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে দেশের টপ প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে নিঃসন্দেহে শীর্ষস্থানে থাকবেন অরিজিৎ সিং (Arijit Singh)। ভারতীয় সঙ্গীত জগতে অরিজিৎ যুগ শুরু হয়েছে বেশ কয়েক বছর হল। তারপর থেকে শ্রোতাদের মুগ্ধই করে চলেছেন তিনি। তাঁর সুরেলা কণ্ঠ থেকে অমায়িক ব্যবহার, শ্রোতাদের কাছের মানুষ হয়ে উঠেছেন অরিজিৎ (Arijit Singh)।

তারকাসুলভ জীবনযাপনে আপত্তি অরিজিতের (Arijit Singh)

দেশের অন্যতম সফল গায়ক, আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে অরিজিতের (Arijit Singh)। কার্যত দু হাতে রোজগার করছেন। তবুও মুম্বইয়ের ঝাঁ চকচকে জীবনযাপন ছেড়ে প্রায়ই জিয়াগঞ্জের পাড়ায় দেখা মেলে গায়কের। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই স্কুটিতে চেপে ঘোরেন এদিক সেদিক, মাঠে খেলায় মাতেন সকলের সঙ্গে। তারকাসুলভ জীবনযাপন না করলেও ইন্ডাস্ট্রিতে অরিজিতের (Arijit Singh) চাহিদা এবং  জনপ্রিয়তা বেড়েই চলেছে। কত পারিশ্রমিক নেন তিনি, জানেন?

How much fees does arijit singh charge for shows

অরিজিৎকে নিয়ে বললেন পরিচালক: সম্প্রতি অরিজিৎকে (Arijit Singh) নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করেন দেবদাস খ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মা। ইন্ডাস্ট্রিতে কীভাবে পরিবর্তন এসেছে সে বিষয়ে বলতে গিয়ে আর্থিক দিকটাও তুলে ধরেন তিনি। সে বিষয়ে বলতে গিয়ে আর্থিক দিকটাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন : ৩৩ বছর পর স্বপ্নপূরণ, ‘জওয়ান’-এর জন্য প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ

কী বদলেছে ইন্ডাস্ট্রিতে: পরিচালক বলেন, আগে ২ লক্ষের বিনিময়ে একটি গান তৈরি করতেন তাঁরা। তাতে পুরো অর্কেস্ট্রাই থাকত। নিজের ব্র্যান্ড তৈরি করার পর থেকে এক একটি গানের জন্য ৩৫ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নেওয়া শুরু করেছিলেন তিনি।

আরও পড়ুন : হাঁটুজলে ডুবে রাজ্য সড়ক, তার মধ্যেই শুয়ে পড়ে সাঁতার কেটে প্রতিবাদ BJP বিধায়কের! অভিনব ছবি চাকদায়

কথায় কথায় অরিজিতের (Arijit Singh) প্রসঙ্গ তোলেন তিনি। মন্টি বলেন, অরিজিৎ তাঁর সঙ্গে যখন বসতেন তখন একটানা ৬ ঘন্টা বসে থাকতেন। এখন এক একটি শোয়ের জন্য ২ কোটি টাকা করে নেন তিনি। আগে মানুষ টিভিতে বা রেডিওতে গান শুনত। এখন ইউটিউব এসেছে, এক্সপোজার বেড়েছে। সেই সঙ্গে ওটিটি এবং ইউটিউবের মাধ্যমে প্রচুর অর্থ আসতে শুরু করেছে। মন্টির কথায়, ১৫-২০ লক্ষ টাকায় একটি গান করলেও ৯০ শতাংশ স্বত্ব নেয় অডিও কোম্পানি। তারাও প্রচুর অর্থ উপার্জন করছে।