বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছর ধরে, ভারত (India) রাশিয়া থেকে সস্তা দামে তেল কিনছে। এমতাবস্থায়, ভারত যে লাভবান হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও, সেই লাভের পরিমাণ ঠিক কতটা তা নিয়ে এটি রিপোর্ট এবার সামনে এসেছে। ব্রোকারেজ ফার্ম CLSA-এর একটি রিসার্চ রিপোর্ট অনুসারে, রাশিয়ান তেল থেকে ভারতের বার্ষিক নিট মুনাফা প্রায় ২.৫ বিলিয়ন ডলার। যা ভারতের GDP-র ০.০৬ শতাংশ।
রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনেছে ভারত (India):
বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে CLSA জানিয়েছে যে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ফলে ভারত (India) লাভ করলেও যে আসলে সুবিধা হয়েছে তা মিডিয়া রিপোর্টগুলিতে অতিরঞ্জিত করা হয়েছে। আগে বলা হচ্ছিল যে এই চুক্তি থেকে ভারত বার্ষিক ১০ থেকে ২৫ বিলিয়ন ডলার সাশ্রয় করছে।
রাশিয়া থেকে তেল ক্রয়: জানিয়ে রাখি যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যার পর পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার কারণে, রাশিয়া তার অপরিশোধিত তেলের ওপর বিশাল ছাড় দিতে শুরু করে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল নতুন ক্রেতা খুঁজে পাওয়া। এমতাবস্থায়, ভারত (India) সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত তার মোট তেল আমদানির ৩৬ শতাংশ অর্থাৎ প্রতিদিন প্রায় ১৮ লক্ষ ব্যারেল রাশিয়া থেকে আমদানি করেছে। যেখানে যুদ্ধের আগে এই হার ছিল ১ শতাংশের এরও কম।
আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর! ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, জেনে নিন এখনই
রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ছাড় কতটা লাভজনক: CLSA-এর রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে দৃশ্যমান ছাড়টি ততটা লাভজনক নয়। এমনকি রাশিয়ান তেলের দাম প্রতি ব্যারেলে ৬০ ডলারে নেমে গেলেও, ইন্স্যুরেন্স থেকে শুরু করে শিপিং এবং রিস্ক প্রিমিয়ামের মতো একাধিক খরচের কারণে, ভারত (India) মূলত খুব কম সুবিধা পায়। CLSA অনুসারে, ২০২৩-২৪ সালে গড় ছাড় ছিল প্রতি ব্যারেল প্রায় ৮.৫ ডলার। যা এখন ৩ থেকে ৫ ডলারে নেমে এসেছে। সাম্প্রতিক মাসগুলিতে, এই ছাড় প্রতি ব্যারেল মাত্র ১.৫ ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন: ট্রাম্পের অতিরিক্ত শুল্কের আবহেই চিনে জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মোদী! সামনে এল দিনক্ষণ
তবে, CLSA তাদের রিপোর্টে বলেছে যে, ভারত (India) যদি রাশিয়ান তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ওপর এর প্রভাব পড়বে। এর ফলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৯০ থেকে ১০০ ডলার পর্যন্ত যেতে পারে।