বাংলাহান্ট ডেস্ক : প্রতি বছর বাংলাদেশের থেকে পুজোর সময় এসে পৌঁছায় ইলিশ মাছ (Hilsa Fish)। কিন্তু এ বছর প্রথম দিকে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিয়ে দেখা দিয়েছিল সংশয়। মূলত সেদেশের সরকার পরিবর্তন হওয়ার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ে। যদিও পরে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়, ইলিশ (Hilsa Fish) রপ্তানিতে এর কোনও প্রভাব পড়বে না।
বাংলাদেশ থেকে নামমাত্র ইলিশ (Hilsa Fish) রপ্তানি
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল অন্য রকম ব্যাপার। যে পরিমাণ ইলিশ (Hilsa Fish) রপ্তানি করার কথা ছিল তার থেকে ঢের কম রপ্তানি হয়েছে বাস্তবে। চলতি বছরে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের তরফে। ১৭ সেপ্টেম্বর শুরু হয় রপ্তানি। ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করার কথা বলেছিল প্রশাসন। এখনও পর্যন্ত মোট ১৩ বার ভারতে পাঠানো হয়েছে ইলিশ (Hilsa Fish)। কিন্তু বেনাপোল এবং আখাউড়া সীমান্ত দিয়ে মাত্র ১৪৪ টন ৪৮৯ কেজি ইলিশ মাছের রপ্তানি হয়েছে এপার বাংলায়।
বাজারে চড়া দাম: এর মধ্যে আবার ৩৯ টনের কিছু বেশি ইলিশ গিয়েছে ত্রিপুরায়। বলাই বাহুল্য, যে পরিমাণ ইলিশের (Hilsa Fish) রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল তার ধারেকাছেও যায়নি আসল রপ্তানিকৃত মাছের পরিমাণ। এদিকে এত কম পরিমাণে ইলিশ পাঠানোয় বাজারে দামের কোনও হেরফের হয়নি। চড়া দামেই বিকোচ্ছে বাংলাদেশের ইলিশ (Hilsa Fish)।
আরও পড়ুন : কেন উত্তরবঙ্গে না গিয়ে কার্নিভালে ছিলেন মমতা? অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বললেন, ভিআইপিদের…
কত করে চলছে দর: জানা যাচ্ছে, ১ কেজি পদ্মার ইলিশ (Hilsa Fish) ব্যবসায়ীরা কিনেছে প্রায় ১১০০ ভারতীয় মুদ্রায়। এর সঙ্গে আবার জুড়েছে পরিবহণের খরচ। সব মিলিয়ে খুচরো বাজারে দাম চড়েছে কেজি প্রতি প্রায় ২৪০০-২৫০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এত কম পরিমাণে ইলিশ (Hilsa Fish) আসার কারণেই চাহিদার জেরে দাম বেড়েছে হু হু করে। কিন্তু এত কম মাছ রপ্তানির কারণ কী?
আরও পড়ুন : বড় সিদ্ধান্ত! ফের ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কবে থেকে হচ্ছে লাগু?
একাংশের মতে, যতটা সময় দেওয়া হয়েছিল তার মধ্যে এত পরিমাণ ইলিশ রপ্তানি করা সম্ভব ছিল না। দুর্গাপুজোর জন্য পাঁচদিন সমস্ত বন্দর দিয়েই বন্ধ ছিল আমদানি রপ্তানি। ফলত ইলিশ রপ্তানির জন্য সময় মিলেছিল মোটে ১৩ দিন। অথচ আগেভাগেই রপ্তানির জন্য যথেষ্ট সময় দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার নাকি সেকথা কানে তোলেনি। এমনকি গত বছরও ৫৭৭ টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে। এবারে তার ধারেকাছেও যায়নি রপ্তানির পরিমাণ। অনেকেই এর জন্য মহম্মদ ইউনূসের কূটনীতিকেই দায়ী করছেন।