বাগদানের আংটির দামেই হয়ে যাবে আস্ত এক ফ্ল্যাট! কবে বিয়ে করছেন বিজয়-রশ্মিকা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : খুব শীঘ্রই বিয়ের বাদ্যি বাজতে চলেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে নাকি ছাঁদনাতলায় বসতে চলেছেন রশ্মিকা মন্দানা (Vijay Rashmika) এবং বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি দুজনের বাগদান নিয়ে ছড়ায় তীব্র গুঞ্জন। রশ্মিকারন অনামিকায় বহুমূল্য হীরের আংটি সেই জল্পনায় ইন্ধনই জুগিয়েছে। এমনকি তাঁকে প্রকাশ্যেই বলতে শোনা গিয়েছে, এই আংটি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

বাগদান সম্পন্ন বিজয় রশ্মিকার (Vijay Rashmika)?

বিজয় রশ্মিকা দুজনেই ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। বিয়েটা নিয়ে কানাঘুষো থাকলেও তার আয়োজনে যে কোনও কার্পণ্য থাকবে না তা বলা বাহুল্য। সূত্রের খবর, রশ্মিকার (Vijay Rashmika) আংটির পেছনেই নাকি খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা। নেটপাড়ার অনুমান, অভিনেত্রীর বাগদানের আংটিতে প্রায় দেড় ক্যারাটের গোলাকার হীরে রয়েছে।

How much is the price of vijay rashmika engagement ring

কত দাম অভিনেত্রীর আংটির: কত দাম জানেন এই আংটির? শোনা যাচ্ছে, এই আংটির আনুমানিক দাম প্রায় ২২.৮৮ লক্ষ টাকা। যদিও এ বিষয়ে বিজয় রশ্মিকা (Vijay Rashmika) বা তাঁর পরিবারের কেউই কোনও মন্তব্য করেননি। যদিও সম্প্রতি এক টক শোতে অভিনেত্রী আংটিটি দেখিয়ে বলেন, এইসব আংটি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : রেজিস্ট্রেশন মানেই মালিকানা নয়! স্থাবর সম্পত্তি নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট

কবে হচ্ছে বিয়ে: ইতিমধ্যেই বিজয় রশ্মিকার (Vijay Rashmika) বিয়ের তারিখ নিয়েও ছড়িয়েছে জন্য। গত অক্টোবর মাসেই নাকি হায়দ্রাবাদে বাগদান সেরেছেন তাঁরা। আগামী বছরের শুরুতেই সাতপাক ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁদের। আগামী ২৬ শে ফেব্রুয়ারি তাঁদের বিয়ের তারিখ বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন : অ্যান্ড্রয়েড ইউজাররা হয়ে যান সাবধান! হ্যাকারদের নিশানায় স্মার্টফোন, সতর্কতা জারি করল কেন্দ্র

এও শোনা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে নাকি ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা করেছেন বিজয় রশ্মিকা। জানা যাচ্ছে, দুই পরিবারের উপস্থিতিতেই হয়েছে আংটি বদল। বিয়েতেও মত রয়েছে করতে দুই পরিবারেরই। এবার বিজয় রশ্মিকার থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।