বাংলা হান্ট ডেস্কঃ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে যার ক্যাবিনেটে রয়েছে তিন তিনটি আইসিসি ট্রফি। তবে এখন শুধুমাত্র আইপিএল ছাড়া আর ক্রিকেট মাঠে দেখা যায় না মাহিকে। কিন্তু মাহির বার্ষিক আয় শুনলে চমকে উঠবেন আপনিও। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরেও এখনও পর্যন্ত ভারতের এই অন্যতম সফল ক্যাপ্টেনের বার্ষিক আয় ৭৪ কোটি টাকা।
আর এই তালিকায় তিনি রয়েছেন শচীন টেন্ডুলকারের ঠিক পরেই। ধোনির ক্ষেত্রে অবশ্য সিএসকে থেকেই তিনি পান বার্ষিক ১৫ কোটি টাকা। প্রসঙ্গত, তিনি হলেন চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামি খেলোয়াড়। অবশ্য শুধু অর্থের দিক থেকে নয় খেলোয়াড় হিসেবেও তিনিই সবচেয়ে দামি তা বলাই বাহুল্য। কারণ কার্যত তার হাত ধরেই বার বার আইপিএল ট্রফি ঘরে তুলেছে চেন্নাই।
এছাড়া এখনও পর্যন্ত বেশ কিছু ব্র্যান্ডের প্রধান পছন্দের মুখ ধোনি। সারা বছর তাদের সাথে একাধিক বিজ্ঞাপনে অংশ নেন তিনি। আর এই প্রচার মাধ্যম থেকেও যে একটি মোটা টাকা আয় করেন মাহি তা বলাই বাহুল্য। এই মুহূর্তে রাঁচিতে একটি নিজস্ব ফার্মহাউসও রয়েছে তার। এছাড়া রয়েছে ৮০ টি বাইক এবং বেশ কিছু বিদেশী গাড়ি। প্রত্যেকটিরই দাম কোটিতে।
ধোনি বেশকিছু বৈবাহিক ওয়েবসাইট, টিএমটি বার প্রভৃতির বিজ্ঞাপন করে থাকেন। এছাড়া খেলা তো রয়েছেই। ২০২১ সাল অবধি বিশ্বকাপজয়ী অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ ৮২৬ কোটিরও বেশি। এক্ষেত্রেও তার আগে রয়েছেন শচীন। শচীনের মোট সম্পত্তির আর্থিক মূল্য প্রায় ১১১০ কোটি।