চুটিয়ে করুন পুজোর শপিং, জিএসটি স্ল্যাবে আমূল সংস্কার কেন্দ্রের, কোন জিনিসের কত দাম হবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই স্বাধীনতা দিবসের দিন জিএসটিতে (GST) বড়সড় পরিবর্তনের আভাস দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন যেতে না যেতেই এসে গেল আগাম দিওয়ালি উপহার। আমূল বদল জিএসটি (GST) কাঠামোয়। মাত্র দুটি স্ল্যাব থাকছে জিএসটির, ৫ এবং ১৮ শতাংশ। চলতি মাস থেকেই আসছে বদল। এতে কোন জিনিসের দামে কী প্রভাব পড়বে?

জিএসটি (GST) পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন

উল্লেখ্য জিএসটিতে আগে মোট চারটি স্ল্যাব ছিল। ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। জামাকাপড় বা জুতোর দাম ২৫০০ টাকার কম হলে তাতে ৫ শতাংশ জিএসটি (GST) ধার্য হয়। জামাকাপড়ের দাম ২৫০০ টাকার বেশি হলে তাতে ধার্য হত ১২ শতাংশ জিএসটি। আর জুতোর ক্ষেত্রে দাম ১০০০ টাকার কম হলে তাতে ১২ শতাংশ এবং দাম ১০০০ এর বেশি হলে তাতে ১৮ শতাংশ জিএসটি (GST) ধার্য হত।

How much price will be paid after gst slab changing

কোন জিনিসে কত জিএসটি: জিএসটির (GST) নতুন সংষ্করণে ১২ শতাংশের স্ল্যাবটাই তুলে দেওয়া হয়েছে। এমতাবস্থায় জামাকাপড়, জুতোয় কত শতাংশ জিএসটি ধার্য হবে? এ বিষয়ে মুখ খুলেছে জিএসটি (GST) কাউন্সিল। জানানো হয়েছে, ১২ শতাংশের স্ল্যাব উঠে যাওয়ায় এবার থেকে জামাকাপড় এবং জুতোয় ৫ শতাংশ জিএসটি (GST) স্ল্যাব ধার্য হবে।

আরও পড়ুন : পুজোর আগেই কাটবে জট, চিংড়িঘাটা মেট্রোর ৩৬৬ মিটার রাস্তা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

দাম কমবে নাকি বাড়বে: জামাকাপড় এবং  জুতোর দাম ২৫০০ টাকার কম হলে তাতে ৫ শতাংশ জিএসটি (GST) বসবে। আর যদি জামাকাপড়, জুতোর দাম তার বেশি হয় তবে তাতে ১৮ শতাংশ জিএসটি ধার্য হবে। আগের তুলনায় কী বদল আসছে?

আরও পড়ুন : দূরত্ব মেটানোর ধুম টলিউডে, রাজ-বিতর্ক উড়িয়ে শুভশ্রীর গালে চুমু মিমির!

উল্লেখ্য, জুতোর ক্ষেত্রে আগে ১০০০ টাকার বেশি দাম হলেই দিতে হত ১৮ শতাংশ জিএসটি। কিন্তু নতুন সংস্করণে জুতোর দাম ২৫০০ টাকার বেশি হলে তবেই তাতে বসবে ১৮ শতাংশ জিএসটি। এতে আমজনতা প্রচও লাভবান হবে বলেই মনে করছে কেন্দ্র।