‘ইন্ডাস্ট্রি’র দায়িত্ব তাঁর কাঁধে, প্রসেনজিতের সর্বক্ষণের ছায়াসঙ্গী, বুম্বাদার দেহরক্ষী রাম সিং এর বেতন কত জানেন?

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের গুরুদায়িত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কাঁধে। আর প্রসেনজিতের দায়িত্ব রাম সিং এর কাঁধে। হ্যাঁ, বিগত ১৬ বছর ধরেই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’কে তিনিই দেখাশোনা করে আসছেন। কার্যত প্রসেনজিতের ছায়াসঙ্গী তিনি। সর্বক্ষণ অভিনেতাকে নজরে নজরেই রাখেন তিনি। প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) যেখানেই যান রাম সিংও যান তাঁর সঙ্গে সঙ্গে। এবার প্রশ্ন হল কে এই রাম সিং?

প্রসেনজিতের (Prosenjit Chatterjee) সঙ্গে সবসময় থাকেন রাম সিং

প্রত্যেক তারকারই একজন না একজন দেহরক্ষী থাকেন। অভিনেতা অভিনেত্রীদের সবসময় রক্ষা করাই তাঁদের প্রধান কাজ। প্রসেনজিতেরও (Prosenjit Chatterjee) রয়েছে এমনি একজন ছায়াসঙ্গী। তিনিই হলেন রাম সিং। ১৬ বছর তিনি কাটিয়ে ফেলেছেন বুম্বাদার সঙ্গে। যদিও আর সবার কাছে অভিনেতা প্রসেনজিৎ, ইন্ডাস্ট্রি বা বুম্বাদা হলেও রাম সিং এর কাছে তিনি ‘স্যারজি’। এই নামেই প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee) ডাকেন তিনি।

How much salary do prosenjit chatterjee bodyguard get

কীভাবে এলেন এই কাজে: মাত্র দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই বাউন্সারের কাজ করতেন রাম সিং। তাঁর মা নাকি প্রসেনজিতের (Prosenjit Chatterjee) খুব ভক্ত। সংবাদ মাধ্যমকে রাম সিং জানিয়েছিলেন, একটা সময় ১৫০ টাকা করে পেতেন তিনি। মাকে ১০০ টাকা দিয়ে বাকি টাকা রাখতেন নিজের কাছে। রাজারহাটে একটি শুটিংয়ে গিয়েই প্রথম বার প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee) দেখেন তিনি। তাঁর থেকে পেন নিয়ে অটোগ্রাফ দিয়েছিলেন অভিনেতা। সেই পেনটিও সযত্নে রেখে দিয়েছেন রাম সিং।

আরো পড়ুন : বিবাহিত কাঞ্চনের সঙ্গেই প্রেম! ‘কারোর কখনো ক্ষতি করিনি’, বলছেন শ্রীময়ী

অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ রাম সিং: প্রসেনজিতের (Prosenjit Chatterjee) স্থায়ী বাউন্সার লাগবে শুনে গিয়েছিলেন তিনি। সেই থেকে রয়ে গিয়েছেন সঙ্গে। প্রথম দিকে অবশ্য দু বছর দেবের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে প্রসেনজিতের কাছে আসার পর তাঁর কাছেই রয়েছে গিয়েছেন রাম সিং। তাঁর স্যারজির মতো কেউ হবে না, দাবি রাম সিং এর। শত ব্যস্ততার মধ্যেও তাঁর খোঁজ নেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তিনিও নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করবেন অভিনেতাকে, জানান রাম সিং।

আরো পড়ুন : এক মিসাইলেই নিশ্চিহ্ন হবে ইউক্রেন! প্রথম বার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

প্রসেনজিৎ কখন কোথায় যাবেন, কখন বাড়ি থেকে বেরোবেন, কখন ফিরবেন সবটাই থাকে রাম সিং এর নখদর্পণে। অভিনেতার ব্যক্তিগত গাড়িতে তাঁর সঙ্গেই যান তিনিও। ইতিমধ্যেই প্রসেনজিৎ অভিনীত ‘জ্যেষ্ঠ পুত্র’ ছবিতে অভিনয়ও করে ফেলেছেন রাম সিং। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাসে নাকি আনুমানিক সাড়ে ছয় লক্ষ টাকা পারিশ্রমিক পান রাম সিং। সেই হিসেবে প্রসেনজিতের দেহরক্ষী হিসেবে বছরে প্রায় ৮০ লক্ষ টাকা উপার্জন করেন তিনি।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর