বেড়েই চলেছে খাই, মাত্র ৩ মাসের সঞ্চালনার জন্য বিগ বস থেকে কত টাকা নিচ্ছেন সলমন জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সলমন খানের (Salman Khan) সঞ্চালনার দৌলতে ‘বিগ বস’ নিয়ে উন্মাদন বাড়ছে দর্শকদের। এই শোয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন বলিউড অভিনেতা। তাঁর ‘দাবাং’ সঞ্চালনা যে এই শোয়ের বিচারকের অন্যতম ইউএসপি তা বলার অপেক্ষা রাখে না। ইদানিং তাঁর বিগ বস ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা গেলেও নিন্দুকদের মুখে ছাই দিয়ে আবারও সেটে ফিরেছেন তিনি।

কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন (Salman Khan)?

আগামীতে আসতে চলেছে বিগ বস ১৯। যদিও মাঝে এই শো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে নতুন আপডেট বলছে, আবারও চিরাচরিত ভঙ্গিতেই বিগ বস নিয়ে ফিরছেন সলমন (Salman Khan)। বিগ বসের প্রতি সিজনেই অভিনেতার সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে চর্চা হয়। তবে এবারে রয়েছে এক বড়সড় চমক। নিয়ে চর্চা হয়। তবে এবারে রয়েছে এক বড়সড় চমক।

How much salary is Salman Khan taking for bigg boss

কমছে সঞ্চালনার মেয়াদ: জানা যাচ্ছে, এবারে বিগ বস শোটি মাত্র তিন মাসের জন্যই সঞ্চালনা করবেন সলমন (Salman Khan)। মোট পাঁচ মাস ধরে চলা বিগ বসের সঞ্চালনার দায়িত্বে বাকি সময়টা দেখা যাবে অনিল কাপুর, ফারাহ খান এবং করণ জোহরকে। এই তিন মাসের জন্যই ১২০ থেকে ১৫০ কোটি টাকা সলমন (Salman Khan) পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। যদিও অন্য সিজনের তুলনায় এবারে পারিশ্রমিক কম নিচ্ছেন অভিনেতা।

আগের পারিশ্রমিক আরও বেশি: রিপোর্ট বলছে, বিগ বসের ১৭ এবং ১৮ সিজন দুটির জন্য যথাক্রমে ২০০ কোটি এবং ২৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সলমন (Salman Khan)। সেই তুলনায় এই সিজনের জন্য তাঁর পারিশ্রমিকের অঙ্কটা অনেকটাই কম।

 আরও পড়ুন : বোমা বিস্ফোরণ কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাই কোর্টে তৃণমূল নেতা! অভিষেকের নির্দেশে বহিষ্কার দল থেকে

প্রসঙ্গত, আগামীতে ভারত চিন সংঘাত নিয়ে আসতে চলেছে সলমনের (Salman Khan) নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’। জানা গিয়েছে, এই ছবিতে সলমনের (Salman Khan) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন চিত্রাঙ্গদা সিং। এই প্রথম তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভাইজানের সঙ্গে। এ বিষয়ে চিত্রাঙ্গদা বলেন, এর আগে একটি মারাঠি ছবির রিমেকে জুটি বাঁধার কথা ছিল তাঁদের। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে সলমন (Salman Khan) প্রতিশ্রুতি দিয়েছিলেন, একসঙ্গে কাজ করবেন। সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।

আরও পড়ুন : বৃষ্টিতে ভিজে সর্দি কাশিতে ভুগছেন! ঘরোয়া এই টোটকায় উপকার পাবেন আপনি

২০২০ সালে লাদাখে ভারত-চিন সংঘাতের বাস্তব কাহিনি এই ছবিতে উঠে আসবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে টাইগার হয়ে বহুবার পর্দা কাঁপিয়েছেন সলমন (Salman Khan)। কিন্তু কোনো বাস্তব পরিস্থিতি নিয়ে তৈরি কোনো যুদ্ধের ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে।