বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে ভারতের পারফরম্যান্স ছিল অত্যন্ত শোচনীয়। বিশেষ করে ওই টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমতাবস্থায় ভারতীয় দলের ক্রিকেটারদের সামগ্রিক পারফরম্যান্স ভালো করার জন্য রঞ্জি ট্রফি খেলা নির্দেশ দেওয়া হয় বিসিসিআইয়ের তরফ থেকে। আর সেই নির্দেশ মেনেই রঞ্জি ট্রফি খেলতে নামেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের মতো প্রথম সারির খেলোয়াড়রা। কিন্তু সকলের নজর বিরাট কোহলির দিকে। প্রশ্ন উঠছে, রঞ্জি ট্রফি খেলে বিরাট কোহলির আয় কত হয়?
রঞ্জি ট্রফি খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli):
বিসিসিআইয়ের কর্তারা মনে করছেন, ঘরোয়া ক্রিকেট খেলে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ সকলেই ফর্মে ফিরতে পারেন। আর তাই নির্দেশ মতো সকলেই নেমেছেন ঘরোয়া ক্রিকেট খেলতে। জানা গিয়েছে, প্রায় ১৩ বছর পর রঞ্জি ট্রফি খেলতে নামেন কোহলি। বৃহস্পতিবার প্রায় গোটা দিন তিনি শুধু ফিল্ডিং করেন। এরপর শুক্রবার ব্যাট করতে নেমে মাত্র ১৫ বল খেলে আউট হয়ে যান তিনি। কিন্তু এই ম্যাচ খেলে কত টাকা পাবেন তিনি?
রঞ্জি ট্রফি খেলে কত টাকা পাবেন বিরাট কোহলি: জানা গিয়েছে, রঞ্জি ট্রফি খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের আয়ের বিভিন্ন ভাগ রয়েছে। সেই ভাগের উপর নির্ভর করে টাকা দেওয়া হয় সকলকে। বিরাট কোহলিও (Virat Kohli) তার ভিত্তিতেই টাকা পাবেন। মূলত যেসব ক্রিকেটার ৪০ টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তাঁরা দৈনিক প্রতি পেয়ে থাকেন ৬০ হাজার টাকা। আর যে সমস্ত ক্রিকেটাররা ২১ থেকে ৩৯ টি প্রথম শ্রেণির খেলেছেন তাঁরা দৈনিক প্রতি পান ৫০ হাজার টাকা। এছাড়া ২০ কিংবা তার কম প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন যে সমস্ত খেলোয়াড়রা তাঁরা ৪০ হাজার টাকা পান দৈনিক প্রতি। অর্থাৎ পুরোটাই নির্ভর করছে অভিজ্ঞতার উপর।
সেই নিরিখে দেখতে গেলে কোহলি (Virat Kohli) এখনও পর্যন্ত রঞ্জি ম্যাচ খেলেছেন ২৩ টি। টেস্ট ম্যাচ খেলেছেন ১২৩ টি। ফলে বলা যায়, সবমিলিয়ে তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন প্রায় ১৫০ টির কাছাকাছি। আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে, বিরাট কোহলি রঞ্জি ম্যাচ খেলার জন্য দৈনিক প্রতি টাকা পাবেন ৬০ হাজার করে। আর যদি চার দিন সেই ম্যাচ খেলেন সে ক্ষেত্রে তিনি মোট টাকা পাবেন ২ লক্ষ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: Budget 2025: ‘২ কোটি অবধি…’! মহিলাদের জন্য বড় সুখবর! বাজেটেই বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু বিরাট কোহলি (Virat Kohli) নন একই সাথে রোহিত শর্মা, রাহুল, পন্থ, শুভমন সকলেই ৪০ টির বেশি ম্যাচ খেলে নিয়েছেন। তাই সেক্ষেত্রে ওনারা সকলেই দৈনিক প্রতি পাবেন ৬০ হাজার টাকা করে। শুধুমাত্র যশস্বী এখনও পর্যন্ত ৩৬ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যে কারণে তিনি দৈনিক প্রতি পাবেন ৫০ হাজার টাকা।