বাংলাহান্ট ডেস্ক : হু হু করে বাড়ছে সোনার দাম (Gold Price)। কার্যত প্রতিদিনই চড়ছে দর। গত কয়েক বছরের মধ্যে অস্বাভাবিক গতি দেখা গিয়েছে সোনার দাম বৃদ্ধিতে। বহু মানুষই বিনিয়োগের ক্ষেত্রে সোনার উপরে ভরসা করে। শেয়ার বাজারের তথ্য বলছে, গত কয়েক বছরে সোনা (Gold Price) থেকে পাওয়া রিটার্ন বিনিয়োগের অন্যান্য সমস্ত মাধ্যমকে ছাপিয়ে গিয়েছে। রিপোর্ট বলছে, গত ৬ বছরে বিপুল দাম বৃদ্ধি হয়েছে সোনার। আগামীতেও কি এমনই উর্দ্ধগতি বজায় থাকবে? কী বলছেন মার্কেট বিশেষজ্ঞরা?
শেয়ার বাজারে বাড়বাড়ন্ত রিটার্ন সোনার (Gold Price)
বাজারের সমীক্ষা বলছে, চলতি বছরে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম (Gold Price) বেড়েছে ৩০ শতাংশেরও বেশি। রূপোর দাম বেড়েছে ৩৫ শতাংশ। সোনা রূপোর এমন বাড়বাড়ন্তের মাঝে সেনসেক্স এবং নিফটি৫০ বেড়েছে যথাক্রমে ৩.৭৫ শতাংশ এবং ৪.৬৫ শতাংশ। গত ৬ বছরে লাগাতার বেড়েছে সোনার দাম।
গত কয়েক বছরে সোনার উর্দ্ধগতি: ২০১৯ সালের মে মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল মাত্র ৩২ হাজার টাকা। সেটাই ২০২৫ সালের মে মাসে এসে ঠেকেছে ৯৭ হাজার ৮০০ টাকায়। মাঝে ২৪ ক্যারাটের পাকা সোনার দাম (Gold Price) লক্ষ টাকা ছাপিয়ে গিয়েছিল। কিন্তু এত দাম বৃদ্ধির কারণ কী?
আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রী আগে কাজ দিন’, অন্য রাজ্যে ‘ভাষা সন্ত্রাস’, কাজের অভাবে তবুও বাংলা ছাড়ছেন শ্রমিকরা
কেন এত দাম বৃদ্ধি: উল্লেখ্য, সোনার দাম (Gold Price) একাধিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অস্থিরতার জেরে সোনার দাম এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে অস্থিরতা, ট্রাম্পের শুল্ক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনায় বিনিয়োগ বৃদ্ধির মতো ফ্যাক্টর সোনার দাম (Gold Price) বৃদ্ধির পেছনে ভূমিকা পালন করেছে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।
মধ্যবিত্তদের জন্য যেটা চিন্তার বিষয় তা হল, সোনার দাম বৃদ্ধি এখনই কমার কোনও লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। মার্কেট বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালে সোনার দাম ১ লক্ষ ৫ হাজার টাকার আশেপাশে থাকতে পারে। তবে আগামী ৫ বছরে সেই দাম পৌঁছাতে পারে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত।