বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শুরু হতে চলেছে। সেই সঙ্গে ট্রেনের (Indian Railways) টিকিটের চাহিদাও বাড়বে হুড়মুড়িয়ে। ছুটির সময়টায় অনেকেই চান ঘুরতে যেতে। তাই এই সময়টায় ট্রেনের (Indian Railways) টিকিটের বিপুল চাহিদা যেমন থাকে, তেমনই আবার অনেকে শেষ মুহূর্তে টিকিট বাতিল করতেও বাধ্য হন। বিভিন্ন কারণে টিকিট বাতিল করতে বাধ্য হন অনেকে। কিন্তু যারা আইআরসিটিসি অ্যাপ কিংবা পোর্টাল থেকে টিকিট বুক করেন, তারা কি জানেন পরে তা বাতিল করলে কত টাকা কাটা যাবে?
ভারতীয় রেলে (Indian Railways) কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা কাটে?
আইআরসিটিসি অ্যাপ বা পোর্টাল দিয়ে অনলাইনে টিকিট বুক করার পর তা আবার বাতিলও করে দেওয়া যায়। সঙ্গে মেলে রিফান্ড। তবে কিছু ক্ষেত্রে কনফার্ম হয়ে যাওয়া টিকিট বাতিল (Ticket Cancel) করলে উলটে যাত্রীদেরই গুনতে হবে অতিরিক্ত টাকা। আইআরসিটিসিতে টিকিট বাতিল করার কী নিয়ম রয়েছে?
এসি কোচের জন্য কী নিয়ম: ভারতীয় রেলওয়ের (Indian Railways) নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা বা তার আগে কনফার্ম হওয়া টিকিট বাতিল করলে যাত্রী প্রতি জিএসটি ছাড়াও ২৪০ টাকা ফাইন দিতে হবে। এই ফি প্রযোজ্য এক্সিকিউটিভ ক্লাসের জন্য। অন্যদিকে এসি চেয়ার কারের জন্য ক্যান্সেলেশন ফি পড়বে ১৮০ টাকা এবং জিএসটি। ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘন্টার মধ্যে যদি নিশ্চিত হওয়া টিকিট বাতিল করা হয় তবে টিকিট মূল্যের ২৫ শতাংশ কাটা যাবে সমস্ত এসি ক্লাসের জন্য।
আরও পড়ুন : মহাকাশ জয় করে ঘরে ফিরলেন শুভাংশু শুক্লা, দেশের মাটিতে পা রেখেই শুরু ‘গগনযান মিশন’এর প্রস্তুতি
ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য কী নিয়ম: ট্রেন ছাড়ার ১২ থেকে ৪ ঘন্টার মধ্যে যদি কেউ কনফার্ম হওয়া টিকিট বাতিল করেন, তবে ভাড়ার ৫০ শতাংশই কাটা যাবে! তবে ট্রেন (Indian Railways) ছাড়ার সময়ের ৪ ঘন্টা আগে পর্যন্ত যদি টিকিট বাতিল না করা হয় কিংবা অনলাইনে টিডিআর জমা না দেওয়া হয় তবে কনফার্মড টিকিটের ভাড়া ফেরত দেওয়া হবে না। যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিট ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘন্টা আগে বাতিল করা হয় তবে ২০ টাকা এবং জিএসটি কাটা যাবে ভাড়া থেকে। বাকিটা রিফান্ড করে দেওয়া হবে। যদি প্রথম তালিকা প্রকাশের পরেও টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তবে তা আপনাআপনি বাতিল হয়ে পুরো টাকা মিটিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : রবি সন্ধ্যার পর থেকেই বদলে যাবে খেল, গুমোট কাটিয়ে ফের দুর্যোগের সম্ভাবনা আগামী ৩ দিন!
যদি একসঙ্গে সফর করা যাত্রীদের কারোর টিকিট নিশ্চিত হয় এবং কারোর ওয়েটিং লিস্টে নাম থাকে তবে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে ক্যানসেল করে টিডিআর দাখিল করলে নিশ্চিত যাত্রীদের জিএসটি সহ ২০ টাকা কেটে বাকিটা ফেরত দেওয়া হবে। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে যদি টিকিট বাতিল করা হয় বা অনলাইনে সমস্ত যাত্রীর টিডিআর দাখিল করা হয় তবে কোনও টাকা কাটা যাবে না। উল্লেখ্য, ট্রেন যদি ৩ ঘন্টা লেট থাকে তবে কোনও চার্জ ছাড়াই টিকিটের পুরো ভাড়া মিটিয়ে দেওয়া হবে।