বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। শনিবার BCCI-এর নির্বাচকদের বৈঠক সম্পন্ন হয়। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল নির্বাচন করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পন্ন হবে।
ভারত খেলবে দুবাইতে: এদিকে, পাকিস্তানের তিনটি শহর ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ম্যাচ দুবাইতেও সম্পন্ন হবে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। নিরাপত্তাজনিত কারণে ভারতীয় দল পাকিস্তান সফর করবেনা।
…….. #TeamIndia HAVE DONE IT!
ICC Men’s T20 World Cup 2024 Champions #T20WorldCup | #SAvIND pic.twitter.com/WfLkzqvs6o
— BCCI (@BCCI) June 29, 2024
এমতাবস্থায়, যদি ভারতীয় দল ফাইনালের জন্য যোগ্যতা অর্জনে সফল হয়, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচটিও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হবে। টিম ইন্ডিয়া ফাইনালে না পৌঁছলে টুর্নামেন্টের (ICC Champions Trophy) চূড়ান্ত ম্যাচটি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন: “হাঁ” করে তাকিয়ে দেখবে গোটা বিশ্ব! সমুদ্রের নিচে ২৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, কতদূর এগোল কাজ?
৮ বছর পর এই টুর্নামেন্টের প্রত্যাবর্তন: প্রসঙ্গত উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) অংশ নিতে চলেছে আটটি দল। এর মধ্যে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য তাদের দল ঘোষণা করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ ৮ বছর পর ফিরছে এই টুর্নামেন্ট। শেষবার ২০১৭ সালে, পাকিস্তান ফাইনালে ভারতকে হারিয়েছিল।
আরও পড়ুন: উলটপুরাণ! ভারতের এই বিশেষ সাফল্যে ভূয়সী প্রশংসা চিনের, ব্যাপারটা কি?
ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ODI সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।
বিশেষ দ্রষ্টব্য: ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে জসপ্রীত বুমরাহের জায়গায় খেলবেন হর্ষিত রানা।