বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক T20 থেকে রোহিত শর্মার অবসরের পর, হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের (India National Cricket Team) T20 অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। যদিও, ভারতের নতুন T20 অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। ভারতীয় খেলোয়াড়দের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া নির্বাচকদের এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। জানা গিয়েছে, খেলোয়াড়রা সূর্যকে অধিনায়ক হিসেবে পেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
T20 ক্রিকেটে ভারতীয় দলের (India National Cricket Team) অধিনায়ক সূর্যকুমার:
এমতাবস্থায়, মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলনে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার জানিয়েছেন কেন সূর্যকে দলের (India National Cricket Team) অধিনায়ক করা হল? তিনি বলেন, ড্রেসিংরুম থেকেও সূর্য সম্পর্কে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে, এবার ভারতীয় দলের তারকা খেলোয়াড় অক্ষর প্যাটেল এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।
কি জানিয়েছেন অক্ষর প্যাটেল: দলের (India National Cricket Team) তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল সূর্যকুমার যাদবের অধিনায়কত্বকে সমর্থন করেছেন। তিনি বলেন, সূর্য পরিবেশকে হালকা ও মনোরম রাখেন। ইএসপিএনক্রিকইনফো-তে অক্ষর বলেছেন, “আমি সূর্যকুমারের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। সূর্য ভাই একজন সুখী মানুষ। সে পরিবেশকে প্রাণবন্ত রাখে। মিমিক্রি করা বা এই ধরণের মজাদার জিনিস করতে পছন্দ করে। আমি জানি সে পরিবেশ শান্ত রাখবে।”
আরও পড়ুন: হয়ে গিয়েছে বিরাট কেলেঙ্কারি! এবার মুসলিমদের কাছে ক্ষমা চাইবে শ্রীলঙ্কা সরকার, চমকে দেবে কারণ
সূর্যের অধিনায়কত্বে খেলেছেন অক্ষর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অক্ষর প্যাটেল গত বছর অস্ট্রেলিয়ার বিরূদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের T20 সিরিজে সূর্যের নেতৃত্বে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি জানান যে, সূর্য দলের (India National Cricket Team) বোলারদের অনেক স্বাধীনতা দেন এবং তিনি আশা করেন যে সূর্য এখন পুরো সময়ের জন্য T20-র অধিনায়কত্ব গ্রহণ করেছেন। এতে কোনও পরিবর্তন হবে না। অক্ষর জানান, “আমি সূর্যের অধিনায়কত্বে পাঁচ ম্যাচের T20 সিরিজ খেলেছি। আমি জানি সূর্যকুমার একজন বোলারের অধিনায়ক। সে বোলারদের সেই ফিল্ডিং দেয় যেটি বোলার চায়। আমার সাথেও তাই হয়েছিল। এখনও খুব একটা পরিবর্তন হবে বলে মনে করি না। এখন আমরা জানবো তার অধিনায়কত্বে খেলার মানসিকতা সম্পর্কে। এক সফরে আপনি কারোর অধিনায়কত্ব বিচার করতে পারবেন না। আমরা যখন আরও খেলব, তখন আমরা তার অধিনায়কত্বের স্টাইল সম্পর্কে আরও জানব।”
আরও পড়ুন: নবদ্বীপের যুবককে বিয়ে করতে ব্রাজিলের যুবতী করলেন অভিনব কাণ্ড! শুনে হাঁ নেটিজনরা
প্রসঙ্গত উল্লেখ্য যে, এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে (India National Cricket Team)। T20 বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অক্ষর। এদিকে, নতুন কোচ গম্ভীরের প্রসঙ্গে অক্ষর জানান, “শ্রীলঙ্কায় গৌতম ভাইয়ের সঙ্গে বৈঠক হবে। আমরা কিছু ধারণা বিনিময় করব এবং তারপরেই জানতে পারব আমার ভূমিকা কি এবং তিনি কি মনে করেন। তারপরেই আমি এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাব।”