মেলবোর্ন টেস্টে হেরে চরম সঙ্কটে টিম ইন্ডিয়া! WTC ফাইনাল খেলার জন্য ভারতের “ভরসা” এই দেশ

বাংলা হান্ট ডেস্ক: মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা চতুর্থ টেস্ট ম্যাচে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এমতাবস্থায়, ভারতীয় দল এখন চরম সমস্যার সম্মুখীন হয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফিতে বড় ধাক্কা খাওয়ার পাশাপাশি টিম ইন্ডিয়ার জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথও এখন কঠিন হয়ে উঠেছে। যদিও, এই টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি হেরে যাওয়ার পরেও WTC ফাইনালে ওঠার দৌড় থেকে এখনও বাদ পড়েনি ভারত। তবে, এখন আর বিষয়টি টিম ইন্ডিয়ার হাতে নেই। বরং, রোহিত বাহিনীকে এবার নির্ভর করতে হবে অন্য দলের ওপরে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কিভাবে WTC ফাইনাল খেলবে ভারত (Team India):

জানিয়ে রাখি যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India) মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স আদৌ ভালো ছিল না। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক এখান থেকে টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ঠিক কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে।

How Team India will play the WTC final.

আসলে ভারতীয় দলের সমীকরণ এখন একেবারে পরিষ্কার। যেকোনও মূল্যে সিডনিতে খেলা শেষ টেস্ট ম্যাচে জিততেই হবে রোহিত বাহিনীকে (Team India)। তবে, সিডনিতে পরাজিত হলে ভারতের কাছে আর WTC ফাইনালে ওঠার জন্য কোনও আশা টিকে থাকবে না। কিন্তু, শেষ টেস্ট জিতলেও ফাইনালে যাওয়ার বিষয়টি খুব একটা সহজ হবে না।

আরও পড়ুন: তাকিয়ে থাকবে গোটা বিশ্ব! ঘন্টায় ৪৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, হল অসাধ্যসাধন

এই দলের ওপর নির্ভর করতে হবে: সিডনিতে সম্পন্ন হতে চলা শেষ ম্যাচটি যদি ভারত জিততে পারে, তবে এটি তাদের জন্য একটি বড় জয় হবে। কারণ সিরিজটি ড্র-তে শেষ হবে এবং বর্ডার-গাভাস্কার ট্রফি টিম ইন্ডিয়ার (Team India) কাছেই থাকবে। কারণ, পূর্বের চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। একই সঙ্গে, ভারতের এই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশাও টিকে থাকবে। এটি টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ হলেও অস্ট্রেলিয়া দল এরপরে আরও দু’টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া দল দুই টেস্টের সিরিজের জন্য শ্রীলঙ্কা সফর করবে। যা আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে।

আরও পড়ুন: ভারতীয় হুইস্কির স্বাদে মজে গোটা বিশ্ব! ৬০ টি দেশে হচ্ছে রফতানি, এবারে উঠল বিশেষ দাবি

শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারালে ভারতের কাজ হয়ে যেতে পারে: এদিকে, শ্রীলঙ্কায় গিয়ে জয় হাসিল করা অস্ট্রেলিয়ার জন্য সহজ কাজ হবে না। শ্রীলঙ্কা দল যদি সিরিজের একটি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় এবং অন্যটি ড্র হয় তবে টিম ইন্ডিয়ার WTC ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে। অন্যদিকে যদি শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে দু’টি ম্যাচেই হারাতে পারে সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার (Team India) আরও সুবিধে হবে। যদিও এটা সহজ কাজ নয়। কারণ, ক্রিকেট বিশ্বে যেকোনও সময়ে যেকোনও কিছু ঘটতে পারে। তাই, টিম ইন্ডিয়ার প্রথম টার্গেট হবে সিরিজের শেষ ম্যাচ জিতে তার WTC ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখা। এমতাবস্থায়, এখন সবার চোখ থাকবে পরবর্তী টেস্ট ম্যাচের দিকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর