রুক্ষ-শুষ্ক চুল টাটা বাই বাই! হেঁসেলের এই একটি ‘সিক্রেট’ উপকরণ দিয়েই চুল হবে সফ্ট ও সিল্কি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ঘন সফ্ট চুল (Soft Hair) কে না চায় বলুন দেখি! তবে চাইলেই কী আর উপায় আছে? নামি দামী শ্যাম্পু, কন্ডিশনার সব ব্যবহার করেও কিছুতেই হচ্ছেনা কাজ? তবে আজই ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা, আর কোনো কেমিক্যাল প্রয়োগ ছাড়াই পান নরম আর তুলতুলে চুল।

রান্না ঘরের হেঁসেলের একটি গুরুত্বপূর্ণ ও নিত্য প্রয়োজনীয় উপাদান হল নুন (Salt)। জানেন কি রান্নাঘরে থাকা এই সাধারণ উপাদানই আপনার চুলের জন্য ভীষণ কার্যকরী! গরম হোক বা শীত, মাথায় খুশকির সমস্যা হামেশাই। এই বৃদ্ধির পিছনে প্রধান কারণ হল মাথার ত্বকের মৃত কোষ যা ফ্লেক্সে পরিণত হয়। এবং ওপর একটি কারণ হল আর্দ্রতা। আর্দ্রতার কারণেই ছত্রাকের বৃদ্ধি ঘটে। আর মাথা থেকে এই খুশকি দূর করতে খুবই ভাল কাজ করে নুন।

কিভাবে ব্যবহার করবেন? প্রয়োজন অনুযায়ী নুন নিয়ে তা দিয়ে ভাল করে মাথায় ম্যাসাজ করে নিন। এই নুন চুলের অকিরিক্ত তেল শোষণ করে চুল থেকে ছত্রাক দূর করতেসাহায্য করে। আবার খাঁটি নারকেল তেলের সঙ্গেও নুন মিশিয়ে ম্যাসাজ করতে পারেন। অনেক সময় খানিক কর্পূরও মিশিয়ে নিয়ে দুর্দান্ত একটি প্যাক বানিয়ে নিতে পারেন।

salt

অনেকের চুলেই অতিরিক্ত তৈলাক্ত ভাব। যার ফলে প্রায় রোজই শ্যাম্পু করতে হয়। তবে নুন ব্যবহারে সেই ঝঞ্ঝাটও অনেকটাই দূর হবে। রোজ যদি চুলে নুন মালিশ করেন তাহলে একদিন অন্তর শ্যাম্পু করলেও কাজ হবে। তেল ভাবও অনেকটাই কমবে।

সামুদ্রিক নুনের অনেক উপকারিতা। নিয়মিত ভাবে এই নুন ব্যবহারে আর প্রয়োজন পড়বে না অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহারের। বেশি খরচা এবং কোনো কেমিক্যাল প্রয়োগ ছাড়াই মিলবে সফ্ট এবং সিল্কি চুল। তাহলে আর দেরী কেন? আজই শুরু করুন নুনের ব্যবহার, আর দেখুন ম্যাজিক।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X