আপনার পরিচয় হাতিয়ে অজান্তেই চলছে না তো বড় ষড়যন্ত্র? বিপদে পড়ার আগেই প্যান নম্বর দিয়ে করুন এই কাজ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্যান কার্ড (Pan Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বিভিন্ন সরকারি কাজে দরকার পড়ে প্যান কার্ড। আইডেন্টিটি ভেরিফিকেশন থেকে আয়কর রিটার্নের জন্য দরকার হয় প্যান কার্ড। বিশেষ করে উচ্চমূল্যের লেনদেন এবং ১০ লক্ষ টাকার অধিক মূল্যের স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্যান কার্ড (Pan Card)। কিন্তু এই নথির অপব্যবহার করে অনেক জালিয়াতির ঘটনাও ঘটে থাকে, যা থেকে সাবধান থাকা দরকার।

প্যান কার্ডের (Pan Card) নথি হাতিয়ে চলছে প্রতারণা

প্যান কার্ডের (Pan Card) তথ্য চুরি করে অবৈধ কার্যকলাপ বেড়েছে হঠাৎ করেই। আপনার অজান্তেই পরিচয় হাতিয়ে নিয়ে অননুমোদিত ঋণ তুলে নিতে পারে প্রতারকরা। কিন্তু কীভাবে সাবধান হবেন? কিছু সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই জানা যেতে পারে আপনার প্যান কার্ডের (Pan Card) তথ্য ব্যবহার করে অন্য কেউ কোনও ঋণ নিয়েছে কিনা।

How to be aware about pan card frauds

কীভাবে সতর্ক হবেন: যাচাই করার জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেমন CIBIL, Equifax, Experian, CRIF High Mark। এই ওয়েবসাইট গুলিতে গিয়ে নিজের প্যান এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর ফ্রি অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করলে সেখানেই দেখা যাবে প্যান নম্বরে (Pan Card) কোনও অযাচিত ঋণ তোলা হয়েছে কিনা।

আরও পড়ুন : যখন খুশি টিকিট কাটার দিন শেষ, যাত্রীদের সুবিধায় বুকিংয়ের নিয়মে বিরাট বদল আনল রেল

যাচাই করুন এই উপায়ে: যে কোনও বিশ্বাসযোগ্য ফিনান্সিয়াল টেকনোলজি অ্যাপ দিয়েও এই যাচাইকরণ করা সম্ভব। সেক্ষেত্রে প্রথমে এমন একটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। তারপর তাতে প্যান নম্বর (Pan Card) এবং ওটিপি দিতে হবে। ওই অ্যাপের লোন কিংবা ক্রেডিট হেলথ সেকশনে গেলেই জানা যাবে প্যানের তথ্য ব্যবহার করে কোনও অবৈধ ঋণ নেওয়া হয়েছে কিনা।

আরও পড়ুন : হু হু করে কমল নম্বর, উলটপালট এ সপ্তাহের TRP তালিকা! প্রথম স্থান কে দখল করল?

বর্তমানে ডিজিটাল জালিয়াতির হার বেড়েছে ব্যাপক ভাবে। অনেকের ফোন নম্বরেই মেসেজ আসছিল, প্যান কার্ড (Pan Card) আপডেট না করলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। এ বিষয়ে পোস্ট ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়, এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো। এমনকি পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের তরফেও সতর্ক করা হয়েছিল যে ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর থেকে ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হয়।