বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নাগরিক হওয়ার ক্ষেত্রে কিছু নথি থাকা আবশ্যক। আধার কার্ড, ভোটার কার্ড (Voter Card), প্যান এবং রেশন কার্ডের মতো নথি সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে এগুলি প্রয়োজন হতে পারে। বিশেষ করে কোনও ব্যক্তি যদি ভারতে ভোটদানের অধিকার পেতে চায়, তবে তার কাছে নিজস্ব ভোটার কার্ড (Voter Card) থাকা আবশ্যক। যদিও এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।
একাধিক ভোটার কার্ড (Voter Card) থাকলে পড়বেন বড় বিপদে
কোনও ব্যক্তির কাছেই একাধিক ভোটার কার্ড রাখা যাবে না। ১৮ থেকে বেশি বছর বয়সী যে কোনও ব্যক্তিই ভোটার কার্ড (Voter Card) পাওয়ার যোগ্য। কিন্তু নিয়ম বলছে, একজন ব্যক্তির শুধুমাত্র একটি ভোটার কার্ডই। একাধিক ভোটার কার্ড (Voter Card) রাখা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে। সেক্ষেত্রে বাড়িতে বসেই একটি ভোটার কার্ড বাতিল করা যেতে পারে।
বাড়িতে বসে কীভাবে বাতিল করবেন: অতিরিক্ত ভোটার কার্ড (Voter Card) বাতিল করতে প্রথমেই যেতে হবে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/ এ। অ্যাকাউন্ট তৈরি করতে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। আগে থেকেই অ্যাকাউন্ট থাকলে লগইন করতে হবে। এরপর হোমপেজে ফর্ম অপশনে গিয়ে ‘ফর্ম ৭’ সিলেক্ট করতে হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, ভোটার আইডি নম্বর, জন্ম তারিখের মতো তথ্য দিতে হবে।
আরও পড়ুন : ‘যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে…’, দিতিপ্রিয়ার অভিযোগের উত্তরে বোমা ফাটালেন জিতু
কত সময় লাগবে: এরপর জানাতে হবে, ভোটার কার্ডটি (Voter Card) বাতিল করার কারণ। সেক্ষেত্রে ডিলিট করার কারণ হিসেবে ডুপ্লিকেট কার্ড বা ডবল রেজিস্ট্রেশন সিলেক্ট করতে হবে। এরপরে অতিরিক্ত ভোটার আইডির (Voter Card) একটি কপি জমা করতে হবে। এরপরেই জমা করা যাবে ফর্ম। সেটি জমা করার পরেই মিলবে একটি রেফারেন্স নম্বর যা দিয়ে রিকোয়েস্টের স্ট্যাটাস পরীক্ষা করা যাবে। উল্লেখ্য, যাচাইয়ের জন্য বাড়িতে আসতে পারেন প্রতিনিধি। এই সমগ্র প্রক্রিয়াটির ক্ষেত্রে ১৫-২০ দিন সময় লেগে যেতে পারে।
আরও পড়ুন : মাত্র ১৫-২০ দিনেই উঠেছে টন-টন ইলিশ, তবুও বাজারে দাম চড়া! কোথায় যাচ্ছে এত মাছ?
প্রসঙ্গত, একজন ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ড থাকা অবৈধ বলে গণ্য হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তির শুধুমাত্র একটিই ভোটার কার্ড থাকবে। অন্যথায় সব জায়গা থেকেই বাদ পড়তে পারে নাম।