ফর্ম তো জমা দিয়ে এলেন, তথ্য আপলোড করেছে তো BLO? বাড়িতে বসেই চেক করুন এভাবে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসআইআর প্রক্রিয়া (SIR) নিয়ে নিত্যনতুন নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কাদের কাদের কোন কোন নথি দিতে হবে তা নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই এখনও। বহু জায়গায় ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বিএলও ফর্মে সই করে একটি কপি ফেরত দিয়েছেন। এবার ফর্মে দেওয়া তথ্য ডিজিটাইজ করতে হবে। সেই কাজ কি করেছেন বিএলও? বাড়িতে বসেই অনলাইনে তা চেক করে নিতে পারবেন।

এসআইআর (SIR) ফর্মের তথ্য আপলোড করতে হবে বিএলওকে

এনুমারেশন ফর্মে যে তথ্য দিয়েছেন তা এবার বিএলও ডিজিটালি আপলোড করবেন। এই পদ্ধতি সম্পূর্ণ হয়েছে কিনা তা বাড়িতে বসেই চেক করা যাবে অনলাইনে। এর জন্য প্রথমে যেতে হবে https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে। সেখানে গিয়ে ডানদিকে সবুজ রঙের অংশে ‘Fill Enumeration Form’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর দিতে হবে নিজের ফোন নম্বর এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা। ফোন নম্বরের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা থাকলে মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিলে লগইন সম্পূর্ণ হবে।

How to check if BLO has uploaded SIR form details

কীভাবে চেক করবেন অনলাইনে: এরপর ফের Fill Enumeration Form অপশনে ক্লিক করলে চাওয়া হবে এপিক নম্বর। সেখানে দিতে হবে ভোটার কার্ডের নম্বর। ফর্মের তথ্য যদি আপলোড হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেখানো হবে ‘Your from has already been submitted with Your Mobile number’। আর যদি এমন কোনও লেখা না দেখায় তবে বুঝতে হবে যে ফর্মের (SIR) তথ্য এখনও আপলোড করা হয়নি। তবে যদি উপরোক্ত লেখাটি দেখায় কিন্তু ফোন নম্বর ভুল দেওয়া থাকে, সেক্ষেত্রে ভুল নম্বরে আপলোড করা হয়েছে ফর্ম। তাহলে এলাকার ভারপ্রাপ্ত বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন : রবিবার ঘুরতে যাওয়ার প্ল্যান? ৮ ঘন্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু! বিকল্প রুট থেকেই পথে নামুন

ভোটারের সঙ্গে ফোন নম্বর যুক্ত না থাকলে: আর যদি ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত না থাকে সেক্ষেত্রে অনলাইনে Form 8 পূরণ করতে হবে। ওয়েবসাইটে নীচের দিকে ‘Correction of Entries’ বলে ‘Fill Form 8’ বলে একটি অপশনে ক্লিক করতে হবে। এখানে চাওয়া হবে ফোন নম্বর। নিজের ফোন নম্বর দিলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলে স্ক্রিনে একটি বক্সে ‘Self’ এবং ‘Others’ অপশন আসবে। ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত করতে ‘Self’ অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : সপ্তাহান্তে ঘুরতে যাবেন? শনিবারেও পার্পল লাইনে চালু মেট্রো, জেনে নিন পরিষেবার সময়সূচী

এরপর নতুন বক্সে ‘Correction Of Entries in Existing Electoral Roll’ অপশনে ক্লিক করলে খুলে যাবে গোটা ফর্ম। নীচের দিকে মোবাইল নম্বর অপশনের তলায় ‘Self’ অপশনে ক্লিক করে নিজের ফোন নম্বর দিতে হবে। এবার ডানদিকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। পরে ‘Place’ এর জায়গায় এলাকার নাম লিখে আবারও নেক্সট এ ক্লিক করতে হবে। এরপর ‘esign and Submit’ এ ক্লিক করতে হবে। নতুন বক্সে নিজের আধার নম্বর দিতে হবে। এক্ষেত্রে আধারের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাঞ্ছনীয়। ফোনে আসা ওটিপি দিয়ে সাবমিট করে একটি ডিক্লারেশন ডাউনলোড করলেই হয়ে যাবে।