বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী। জল্পনা চর্চার মধ্যেই বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে শুরু করেছে। আর সেই সঙ্গে এসআইআর (SIR) সংক্রান্ত নানান জল্পনাও বেড়ে চলেছে। কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, কী কী নথি প্রয়োজন তা নিয়ে বারবার প্রচার করছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে একটি প্রশ্ন উঠছে, যেদিন বিএলওরা পাড়ায় আসবেন, সেদিন কেউ যদি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে কী হবে?
মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া
মঙ্গলবার থেকেই এনুমারেশন ফর্ম হাতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। তাঁরা একদিকে যেমন ভোটারের সশরীরে উপস্থিতি মিলিয়ে দেখবেন, তেমনই আবার সংশ্লিষ্ট ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন। রাজনৈতিক দলের এজেন্টরাও থাকবেন বিএলওদের সঙ্গে। নির্বাচন কমিশন (SIR) সূত্রে জানা গিয়েছে, ভোটারদের সমস্ত তথ্য থাকবে সংশ্লিষ্ট বিএলওদের কাছে। তবে একবার নয়, তিনবার করে একজন ভোটারের কাছে যাবেন তাঁরা।

বাড়িতে না থাকলে কী হবে: এবার প্রশ্ন উঠছে, যখন বিএলও আসবেন তখন যদি কেউ বাড়িতে না থাকেন তাহলে কী হবে? বিএলো সঙ্গে দেখা না হলে ভোটার তালিকায় নাম বাদ পড়বে না তো? এই প্রশ্নটাই উঠছে সবথেকে বেশি। তবে চিন্তার কারণ নেই। নির্বাচন কমিশনের (SIR) নিযুক্ত বিএলওদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা যাবে, পাওয়া যাবে ফোন নম্বরও। কীভাবে করবেন যোগাযোগ?
আরও পড়ুন : যাত্রীকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে IRCTC, কোন ভুলে এমন কড়া নির্দেশ রেলের সংস্থাকে?
কীভাবে করবেন যোগাযোগ: এর জন্য প্রথমেই আগে সিইও দপ্তরের ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/ এ ক্লিক করতে হবে। সেখানে থাকা Electors অপশনে ক্লিক করে Find Your Name on the Electoral Roll অপশনে ক্লিক করতে হবে। এরপরেই voters’ service portal নামে একটি নতুন পেজ খুলে যাবে।
আরও পড়ুন : ‘ওদের ফাঁদে পা দেবেন না’, মতুয়াদের সতর্কবার্তা অভিষেকের, SIR নিয়ে কেন্দ্রকে তুলোধোনা মমতার
এখানে এপিকে নম্বর, রাজ্য, ভাষা বিষয়ক তথ্য দিতে হবে। এরপর view details অপশনে ক্লিক করলে বিএলও, ডিইও, ইআরওদের নম্বর ভেসে উঠবে সেখানে। পাশাপাশি নাম, জন্ম তারিখ বিধানসভা কেন্দ্র দিয়ে সার্চ করলেও সংশ্লিষ্ট বিএলওর নাম, যোগাযোগ নম্বর পাওয়া যাবে।













