বাংলাহান্ট ডেস্ক : আজ মঙ্গলবারই প্রকাশিত হয়েছে এসআইআর (SIR) এর খসড়া তালিকা। পাশাপাশি যাদের নাম তালিকায় ওঠেনি, তাদের নামও প্রকাশিত হয়েছে আজই। তালিকায় নাম রয়েছে কিনা তা দেখার তাড়াহুড়ো পড়েছে সকাল থেকেই। অনেকে ইতিমধ্যে দেখেও নিয়েছেন তালিকা। কিন্তু নতুন করে বেশ কিছু প্রশ্ন উঠছে। তালিকায় যদি নাম, ঠিকানার মতো তথ্যে ভুল থাকে, তবে কী করবেন?
ভোটার তথ্যে (SIR) ভুল থাকলে কী করবেন?
ভোটার কার্ডে একাধিক তথ্য দেওয়া থাকে। যার মধ্যে নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ থেকে লিঙ্গ সবই উল্লেখ করা থাকে। এ রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই সমস্ত তথ্য উল্লেখ করা থাকে। ওই তথ্যে যদি কোনও ভুলভ্রান্তি হয়, কিংবা নিজের অথবা বাবা মায়ের নামের বানান ভুল হয়, তবে কী করণীয়?

কীভাবে করবেন সংশোধন: নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এমন পরিস্থিতি হলে সবার প্রথমে ফিলআপ করতে হবে ফর্ম ৮। নির্বাচন ও ওয়েবসাইটেই মিলবে সেই ফর্ম। ব্রাউজারে গিয়ে ফর্ম ৮ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন পিডিএফ। পাশাপাশি কমিশনের (SIR) ওয়েবসাইটে গিয়ে লগইন করেও ফর্ম ফিলআপ করা যায়। অফলাইনে করতে হলে বিএলওর কাছ থেকেও পাওয়া যাবে ফর্ম ৮।
আরও পড়ুন : ব্যাঙ্ক নয়, পোস্ট অফিসেই লুকিয়ে ‘বড়লোক’ হওয়ার আসল রাস্তা! কীভাবে সম্ভব জানুন
ঠিক করা যাবে তথ্য: ভুল তথ্য ঠিক করার জন্য প্রয়োজন হয় ফর্ম ৮। এই ফর্মের মাধ্যমে একাধিক তথ্য ঠিক করা যাবে। নাম, বয়স, ছবি থেকে আত্মীয়ের নাম, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক, ঠিকানা, জন্ম তারিখ থেকে লিঙ্গ সমস্ত তথ্যের ভুল শোধরানো যাবে ফর্ম ৮ পূরণ করে।
আরও পড়ুন : পরিবার বাংলাদেশি, বাবা মায়ের নাম নেই ২০০২ এর লিস্টে, আতঙ্কে আত্মঘাতী মহিলা
এখানেই শেষ নয়। বিভিন্ন তথ্য সংশোধনের পাশাপাশি ফর্ম ৮ এর সাহায্যে ইমেল আইডি এবং ফোন নম্বরও যোগ করা যাবে ভোটার কার্ডে।












