PayTm-এ FASTag থাকলে এভাবে নিষ্ক্রিয় করে আবেদন করুন নতুনের জন্য! জেনে রাখুন সহজ উপায়

বাংলাহান্ট ডেস্ক : বিগত এক মাসে নানান বিতর্কের মুখোমুখি হয়েছে Paytm। এই সংস্থার ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার পর  পেটিএম-এর ভবিষ্যৎ রীতিমতো দোলাচলে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএমকে নির্দেশ দেয় ২৯ শে ফেব্রুয়ারির পর গ্রাহকদের থেকে আমানত এবং টপ-আপ গ্রহণ না করার।

যদিও পরবর্তীতে এই সময়সীমা ১৫ ই মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তারপর থেকে আর কাজ করবে না Paytm FASTag। তবে গ্রাহকরা বন্ধ করতে পারবেন পুরনো Paytm FASTag এবং আবেদন করতে পারবেন নতুন FASTag এর জন্য। একটি এফএকিউ-তে RBI বলছে,  ‘কোনও অসুবিধা এড়াতে ২০২৪ সালের ১৫ মার্চের আগে অন্য ব্যাঙ্কের জারি করা নতুন ফাস্ট্যাগ কেনার পরামর্শ দেওয়া হচ্ছে’।

আরোও পড়ুন : বড়সড় উদ্যোগ সরকারের! এই জেলায় তৈরি হল অভিনব নীল রাস্তা, বৈশিষ্ট্য জানলে চমকে উঠবেন

Paytm FASTag নিষ্ক্রিয় করার পদ্ধতি : মোবাইল নম্বর এবং ট্যাগ আইডি ব্যবহার করে আপনারা বন্ধ করতে পারবেন বর্তমান পেটিএম অ্যাকাউন্ট। এর জন্য আপনাদের মোবাইল ফোন থেকে ডায়াল করতে হবে 1800-120-4210 নম্বর এবং ফাস্ট্যাগ নিবন্ধিত ফোন নম্বরটি জানাতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর (VRN) বা ট্যাগ আইডিও যুক্ত করতে হবে এর সাথে। তারপর পেটিএম এজেন্ট আপনার সাথে যোগাযোগ করবেন।

এছাড়াও পেটিএম অ্যাপের প্রোফাইল আইকনে ‘Help and Support’ অপশনে ক্লিক করে  “ব্যাংকিং পরিষেবাদি এবং পেমেন্টস” বিভাগের অধীনে, “FASTag” অপশন নির্বাচন করে চ্যাট অপশন সিলেক্ট করে আপনারা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার আবেদন জানাতে পারেন।

আরোও পড়ুন : ‘আর টাকা চাইব না…’, হকের পাওনা চাইতে গিয়ে মিলেছিল মারধোর, বছর সত্তরের কথা শুনে স্তব্ধ বাংলা

অনলাইনে নতুন FASTag কেনার পদ্ধতি : আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে হবে “My FASTag” অ্যাপটি। সেখানে “বাই ফাস্ট্যাগ” এ ক্লিক করতে হবে। সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে একটি ই-কমার্স সাইটে। আপনারা সেখান থেকে কিনতে পারবেন FASTag।

65cf26c37b209 paytm payments bank is the largest issuer of fastag in india till now 161129126 16x9

এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্ক এর মতো পার্টনার ব্যাংক থেকেও আপনারা কিনতে পারেন FASTag।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর