‘WhatsApp’ ডিপির স্ক্রিনশট নিতে পারছেন না? রয়েছে দারুণ ফর্মুলা! মানলেই ফটো হাতের মুঠোয়

বাংলা হান্ট ডেস্ক: এই প্রযুক্তির যুগে দাঁড়িয়ে মানুষদের ফোন বিনা গতি নেই। সব হারিয়ে যাক কিন্তু ফোন না হারালেই হল। বিশেষ করে এতে থাকা গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ মানুষের জীবনে বিরাট ভূমিকা রাখে। যার মধ্যে অন্যতম হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এটি মানুষের জীবনে নিত্যদিনের সঙ্গী। বর্তমান সময় ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও বিরাট নিরাপত্তা তৈরি হয়েছে। ফলে যখন তখন যে কেউ আর হোয়াটসঅ্যাপে এসে আড়ি পাততে পারে না। আগে অনেক সহজেই হোয়াটসঅ্যাপে ডিপির স্ক্রিনশট নেওয়া যেত। কিন্তু বর্তমানে সেই কাজও বন্ধ হয়ে গিয়েছে। তবে কেউ নিতে না পারলেও আপনি সহজেই নিতে পারবেন ডিপির স্ক্রিনশট। তার জন্য রয়েছে বিশেষ একটি মন্ত্র।

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডিপির স্ক্রিনশট কিভাবে নেবেন:

অনেক সময় জন্মদিনের উইশ করতে গিয়ে কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে ফটোর প্রয়োজন পড়ে। কিন্তু অপর দিকের ব্যক্তি উপলব্ধ না থাকায় পড়তে হয় সমস্যায়। সেইসময় ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ ডিপি একমাত্র ভরসা। আর এই সময় স্ক্রিনশট নিতে ভরসা রাখুন বিশেষ একটি লিঙ্কের উপর। এই লিঙ্কে ক্লিক করলেই সোজা হোয়াটসঅ্যাপ ডিপির ছবি আপনার গ্যালারিতে চলে আসবে।

How to take screenshot of whatsapp dp কোন লিঙ্কের মাধ্যমে ডিপের স্ক্রিনশট নেবেন? তার জন্য আপনাকে গুগল সার্চ টুলবারে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে সার্চ করুন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডিপি ডাউনলোড। সার্চ করার সঙ্গে সঙ্গে একাধিক লিঙ্ক খুলে যাবে আপনার মোবাইলের স্ক্রিনে। তবে সব লিঙ্কে আবার ক্লিক করতে যাবেন না। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে যদি Toolzin এই লিঙ্কটি পান তাহলে সেখানে গিয়ে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটি পেজ খুলবে সেখানে মোবাইল নম্বর দেওয়ার অপশন থাকে।

আরও পড়ুনঃ ‘নিজের ধান্দাপূরণের চেষ্টা’! সন্দীপ-অভিজিৎ জামিন পেতেই RG Kar ইস্যুতে ফুঁসে উঠলেন কুণাল

অবশ্যই মোবাইল নম্বর দেওয়ার আগে সেটি কোন দেশের নম্বর সিলেক্ট করে নিন। এরপর হোয়াটসঅ্যাপে (WhatsApp) যার ডিপি ডাউনলোড করতে চান অপশনে সেই নম্বরটি দিয়ে দিন। ব্যস তারপরই আপনার সামনে ভেসে উঠবে ওই ব্যক্তির ডিপি এবং তার পাশেই দেখা যাবে ডাউনলোড অপশন। ওই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সেই ফটো। স্ক্রিনশটের থেকে ভালো ফটো আসবে এই অ্যাপের মাধ্যমে। কারণ অনেক সময় স্ক্রিনশট তোলার পর ছবিটি ঝাপসা দেখায়। কিন্তু এখান থেকে ছবি ডাউনলোড করার পর পিকচার কোয়ালিটি বেশ ভালো আসে।

আরও পড়ুনঃ ‘নিজের ধান্দাপূরণের চেষ্টা’! সন্দীপ-অভিজিৎ জামিন পেতেই RG Kar ইস্যুতে ফুঁসে উঠলেন কুণাল

এর জন্য কি কোন পয়সা খরচ করতে হবে: জানা গিয়েছে এটি একেবারে বিনামূল্যের অ্যাপ। এর জন্য আপনাকে এক টাকাও খরচা করতে হবে না। তবে হ্যাঁ চেষ্টা করবেন অন্যান্য লিঙ্কে ডিপি ডাউনলোড না করার। কোনটা ভুয়া আর কোনটা সঠিক তা কেউই জানেনা। ফলে যখন তখন যা কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে থেকে জেনে গেলেন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডিপি স্ক্রিনশট নেওয়ার জন্য ঠিক কোন অ্যাপের প্রয়োজন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর