বাংলাহান্ট ডেস্ক : নির্বাচন যতই এগিয়ে আসছে, ভুয়ো ভোটার ধরতে ততই আদাজল খেয়ে নামছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় (Voter Card) নিবিড় সংশোধনী বা এসআইআর চালু হয়ে গিয়েছে বিহারে। বাংলাতেও তা চালু হবে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কী হবে তা নিয়ে বারেবারে উঠছে প্রশ্ন।
ভোটার আইডি কার্ডে (Voter Card) কীভাবে তথ্য আপডেট করবেন?
এমতাবস্থায় ভোটার আইডি কার্ডে (Voter Card) তথ্য আপডেট করার জন্য নির্বাচন কমিশন ডিজিটাল প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ায় ভোটার আইডি কার্ডের (Voter Card) তথ্য আপডেটের প্রক্রিয়া আরও সহজ হয়ে গিয়েছে। অনলাইন এবং অফলাইনে কীভাবে তথ্য সংশোধন করতে হবে তা জেনে নিন-
অনলাইনে তথ্য আপডেট প্রক্রিয়া: ভারতের জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল https://www.nvsp.in/। অনলাইনে ভোটার কার্ডের (Voter Card) তথ্য আপডেট করতে হলে প্রথমেই যেতে হবে এই পোর্টালে। সেখানে লগইন করার পর সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে ‘ফর্ম ৮’। ভোটার তালিকায় তথ্য সংশোধনের জন্য ব্যবহৃত হয় এই ফর্ম ৮।
আরও পড়ুন : ‘বাংলাকে নিয়ে ছবি কেউ জানায়নি’, প্রতারণা হয়েছে? শাশ্বতর মন্তব্যের পরেই ফুঁসে উঠলেন বিবেক
কী কী আপলোড করতে হবে: নাম, জন্ম তারিখ, ঠিকানা সহ ভোটার আইডিতে (Voter Card) যে তথ্য সংশোধন করতে হবে তা সঠিকভাবে পূরণ করতে হবে এই ফর্মে। সঙ্গে আপলোড করতে হবে কিছু গুরুত্বপূর্ণ নথি। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নতুন ঠিকানার প্রমমাণপত্র যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, রেশন কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পরিবর্তনের ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র বা পাসপোর্টের মতো নথি আপলোড করতে হবে। সমস্ত তথ্য এবং নথি আপলোড করার পর জমা করতে হবে ফর্মটি। একটি রেফারেন্স আইডি পাওয়া যাবে যা দিয়ে আবেদনের প্রোগ্রেস ট্র্যাক করা যাবে।
আরও পড়ুন : একটি মাছেই লেগে গেল লটারি, আড়াই কেজি ওজনের ইলিশের যা দাম উঠল… কল্পনাও করতে পারবেন না!
অনলাইনের ক্ষেত্রে এলাকার নির্বাচন অফিস কিংবা বুথ লেভেল অফিসারের কাছ থেকে ফর্ম ৮ সংগ্রহ করতে হবে প্রথমে। সঠিক তথ্য এবং যে তথ্যটি (Voter Card) সংশোধন করতে চান তা দিয়ে ফর্মটি পূরণ করুন। প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে এলাকার নির্বাচন অফিসে জমা করতে হবে। এই ফর্ম এবং নথি জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের কোনও কর্মকর্তা তা যাচাই করবেন। কিছু কিছু ক্ষেত্রে তথ্য যাচাই করতে হতে পারে ফিল্ড ভেরিফিকেশন। তথ্য যাচাই করা সফলভাবে সম্পূর্ণ করা হলে ভোটার কার্ডে তথ্য আপডেট হবে। এরপরেই নতুন ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন আপনি।