বদলে যাচ্ছে সব নিয়ম, কী কী থাকছে একাদশ-দ্বাদশের OMR শিটে? নির্দেশিকা দিয়ে ধোঁয়াশা কাটাল সংসদ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একাদশ দ্বাদশ শ্রেণির (Higher Secondary) পরীক্ষার ক্ষেত্রে সম্প্রতি বড়সড় কিছু বদল আনা হয়েছে। সেমেস্টার নিয়ম, বছরে দুবার উচ্চমাধ্যমিক সহ উত্তরপত্রের জায়গায় ওএমআর শিটের ব্যবহার শুরু হচ্ছে। স্কুল স্তর থেকেই যাতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা চাকরির পরীক্ষার ধরণের সঙ্গে ওয়াকিবহাল হতে পারে পড়ুয়ারা সেই কারণেই এমন উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

একাদশ দ্বাদশের পরীক্ষা (Higher Secondary) হবে ওএমআর শিটে

যদিও যে কোনও প্রবেশিকা পরীক্ষা বা চাকরির পরীক্ষার ধরণের মতো স্কুল স্তরেও ওএমআর শিটের ব্যবহার শুরু হলেও পরীক্ষার (Higher Secondary) নিয়মাবলী থাকছে আলাদা। ওএমআর শিটে কীভাবে উত্তর লিখতে হবে সে বিষয়ে সম্প্রতি এক নির্দেশিকা প্রকাশ করে সংসদ। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য স্পেসিমেন কপিও দেওয়া হয়েছে।

How to write in omr sheet of higher secondary

কী নির্দেশিকা এসেছে: সংসদের নির্দেশিকা অনুযায়ী, ওএমআর শিটে কালো বা নীল কালিই ব্যবহার করা যাবে। জেল কালি বা অন্য রঙের পেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওএমআর শিটে উত্তরের জায়গা অর্ধেক রঙ করা থাকলে বা টিক মার্ক দিলে উত্তর যদি সঠিকও হয়, তা গণ্য হবে না। পেনসিল ব্যবহার করা যাবে না। ওএমআর শিট ভাঁজ করা যাবে না। এতে উত্তর স্ক্যানিংয়ে সমস্যা হবে।

আরও পড়ুন : বাংলায় এবার ‘লাপতা লেডিস’! নতুন অবতারে বিরাট চমক অভিষেক-কন্যা সাইনার

কবে থেকে শুরু পরীক্ষা: উল্লেখ্য, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তৃতীয় সেমেস্টারের রুটিন। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু করে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা (Higher Secondary) চলবে আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে শিক্ষকদের চিন্তা, এই কয়েকদিনের মধ্যে আদৌ পড়ুয়াদের সঠিক শিক্ষা দেওয়া যাবে কিনা। পরীক্ষা পেছোনোর পক্ষেই সওয়াল করেছেন অনেকে।

আরও পড়ুন : নাম না করে ‘অপরাধী’ বলে কটাক্ষ, অহনা মা হতেই ফের বোমা ফাটালেন চাঁদনি

বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে লেখা শেষ করতে আরও প্রস্তুতির প্রয়োজন পড়ুয়াদের। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে স্পেসিমেন কপিও। যাতে পরবর্তীতে কোনও সমস্যায় না পড়তে হয় ছাত্রছাত্রীদের।