উইকেন্ডে পুজোর বাজার মাটি করবে বৃষ্টি! আপনার শহরে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : নিম্নচাপ থেকে মুক্তিই মিলছে না বাংলার মানুষের। দুর্গাপুজো আসতে আর মাস খানেকের দেরি। অথচ আবহাওয়ার (South Bengal Weather) খামখেয়ালিপনা অব্যাহত। রোদ বৃষ্টির খেলা লেগেই রয়েছে। সপ্তাহান্তেও বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গে ভোগাবে বৃষ্টি (South Bengal Weather)

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারের মতো শনি এবং রবিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া (South Bengal Weather) দফতর সূত্রে খবর, কলকাতা সহ সংলগ্ন এলাকায় অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় রয়েছে বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা। পূর্বাভাস রয়েছে জেলাগুলির জন্যও।

How will be south bengal weather on this weekend

কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা: নদিয়া, পূর্ব মেদিনীপুর সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে শনি এবং রবিবার। শুধু বৃষ্টি নয়, সঙ্গে দোসর হতে পারে ৪০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে সোমবার থেকে বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা কমতে পারে বলে আশার আলো দেখিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২ রা সেপ্টেম্বর থেকেই দক্ষিণবঙ্গ শুকনো হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন : নতুন রুট খুলতেই ‘হটস্পট’ এসপ্ল্যানেড স্টেশন, ভিড়ের চাপ কমাতে এবার নয়া উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া: অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির (South Bengal Weather) পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা। এর মধ্যে আবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বর্ষণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : টাকা ফেরত দেওয়ার তথ্যে বড়সড় গরমিল, ইডিকে বিভ্রান্ত করছেন জীবনকৃষ্ণ সাহা?

রবিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। যারা সপ্তাহান্তে পুজোর বাজার করার পরিকল্পনা করেছেন তাদের প্ল্যানে জল ঢালতে পারে বৃষ্টি। তবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে।