কেমন দেখতে হবে ভবিষ্যতের ভারতের ট্রেন? দেখিয়ে দিল AI

বাংলাহান্ট ডেস্ক: প্রতিদিন লক্ষ লক্ষ ভারতীয়কে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক আজ ভারতের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। সস্তায় আরামদায়ক ভাবে মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করছে রেল। একইসঙ্গে প্রযুক্তি ও পরিকাঠামোগত দিক থেকেও প্রতিনিয়ত উন্নতি করে চলেছে তারা।

ইতিমধ্যেই ভারতে চলেছে সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। একইসঙ্গে বুলেট ট্রেন চালানোর জন্য পরিকাঠামোও তৈরি হচ্ছে। মুম্বই থেকে আহমেদাবাদ অবধি চলবে দেশের প্রথম বুলেট ট্রেন। শুধু তাই নয়, অন্যান্য প্রযুক্তিতেও বিনিয়োগ করেছে ভারতীয় রেল। ফলে আগামী দিনে আরও ভাল পরিষেবা পাওয়া যাবে। অত্যাধুনিক ব্যবস্থা, হাই-স্পিড ট্রেন ইত্যাদি মিলিয়ে বিশ্বের নজর কাড়বে ভারতীয় রেল।

   

indian railways

আপনারও কি জানতে ইচ্ছে করে ভবিষ্যতের ট্রেন কেমন দেখতে হবে? আজকাল প্রযুক্তির দ্বারা অনেক কিছুই দেখা সম্ভব। কল্পনাশক্তি কাজে লাগিয়ে একটি নিখুঁত ছবি তৈরি করার জন্য খুবই বিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। সেই প্রযুক্তি কাজে লাগিয়ে অনেক সময়েই নানা ধরনের ছবি সামনে আসে। যেমন ভবিষ্যতে পৃথিবী দেখতে কেমন হবে ইত্যাদি। এগুলি দেখলে মনেই হবে না যে সেটি প্রযুক্তির দ্বারা তৈরি সম্পূর্ণ কাল্পনিক একটি ছবি।

তেমনই ভারতীয় রেলও ভবিষ্যতে কেমন দেখতে হবে তার একটি খণ্ডচিত্র তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ইন্টারনেটে সেই ছবি প্রকাশিতও হয়েছে। দেখা যাচ্ছে, ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ধরনের আরও অত্যাধুনিক ট্রেন চালাবে ভারতীয় রেল। এই ট্রেনগুলির নকশা আজকের ট্রেনের মতো একেবারেই নয়। বরং কিছুটা বিমানের মতো দেখতে। অর্থাৎ মনে করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো ভারতে বিদেশের মতোই সব হাই-স্পিড ট্রেন চলবে। দেশ যেভাবে প্রগতি করছে, এটি হওয়া খুব একটা আশ্চর্যের কিছু নয়। 

ভবিষ্যতের এই ছবিগুলি নজর কেড়েছে নেটিজেনদের। কেউ কেউ বলছেন যে সত্যিই এমনটা হতে পারে আজন থেকে ২০০ বছর পর। আবার কারও মতে, এমনটা হয়তো হবে না। তাঁদের মতে, ভবিষ্যতটা ঠিক ধরতে পারছে না প্রযুক্তি। এটি সত্যি যে কিছু ছবির বাস্তবের সঙ্গে কোনও মিলই নেই। আবার এটিও সত্যি যে কিছু ছবি সত্যিই অনবদ্য এবং অনেকটাই বাস্তবসম্মত। তবে ভবিষ্যতের ট্রেন যে সকলেরই নজর কেড়েছে তা বলাই যায়।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর