বাংলা হান্ট ডেস্ক: BCCI-র নির্দেশ মেনে ইতিমধ্যেই KKR (Kolkata Knight Riders) বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করেছে। IPL ২০২৬-এর আগে নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছিল। এমতাবস্থায়, এই বিপুল অর্থের এখন কী হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। শুধু তাই নয়, BCCI-এর নিয়ম এক্ষেত্রে কী বলছে তা জানতেও আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। যদিও, BCCI সচিব দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যেই জানিয়েছেন যে KKR-কে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্টের অনুমতি দেওয়া হবে।
৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল KKR (Kolkata Knight Riders):
জানিয়ে রাখি যে, কলকাতা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মিনি নিলামে CSK এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র টক্করের পর মুস্তাফিজুরকে ৯.২ কোটি টাকায় কিনে নেয়। তবে, বর্তমান সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে, KKR মুস্তাফিজুরকে রিলিজ করে দেয়। এদিকে, নিলামের নিয়ম অনুসারে, একজন খেলোয়াড় কেনার পর, ফ্র্যাঞ্চাইজির টাকা লক হয়ে যায়। কিন্তু, মুস্তাফিজুরের বিষয়টি আলাদা।

নিয়ম কী বলে: লিগের পরিচালনার নিয়ম অনুসারে, যদি BCCI কোনও খেলোয়াড়কে ক্রিকেটীয় কারণে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিটি সেই খেলোয়াড়ের জন্য ব্যয় করা পুরো অর্থ পাওয়ার অধিকারী। এই পরিস্থিতিতে, KKR আরও ৯.২ কোটি টাকা পাওয়ার আশা করতে পারে। এই বিষয়টি “ফোর্স ম্যাজিওর’ বিভাগের আওতায় পড়বে। এটি তখন ঘটে যখন কোনও পক্ষ কোনও বড় এবং অনিয়ন্ত্রিত ঘটনার কারণে তার চুক্তি পূরণ করতে অক্ষম হয়।
আরও পড়ুন: BSNL লঞ্চ করল ২ টি দুর্ধর্ষ প্ল্যান! আনলিমিটেড কলিং সহ ৫০০ GB ডেটা, সঙ্গে ৪৫০ টি ফ্রি চ্যানেল
KKR কী রিপ্লেসমেন্ট খুঁজে পাবে: ইতিমধ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এই প্রসঙ্গে জানান, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির আবহে BCCI একটি সিদ্ধান্ত নিয়েছে এবং KKR আধিকারিকদের বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশে ফের হিন্দুর ওপর হামলা! ভরা বাজারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন রানা প্রতাপ
তিনি আরও জানান, ‘যদি KKR তাঁর রিপ্লেসমেন্টের জন্য আমাদের কাছে অনুরোধ করে, সেক্ষেত্রে IPL-এর শর্তাবলি অনুসারে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্টের অনুমতি দেওয়ার বিষয়ে BCCI সিদ্ধান্ত নেবে।’












