বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরে অর্থাৎ ২০২৬ সালের প্রথম সিরিজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত ভারতীয় পুরুষ ক্রিকেট দল (Team India)। আগামী ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ শুরু করবে। BCCI নির্বাচন কমিটি এই গুরুত্বপূর্ণ ৩ ম্যাচের ODI সিরিজের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে। যে দলে তারুণ্যের উৎসাহ এবং অভিজ্ঞ খেলোয়াড়ের এক চমৎকার মিশ্রণ পরিলক্ষিত হয়েছে।
নতুন বছরে প্রথম টক্করের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া (Team India):
শুভমান গিলের নেতৃত্ব: এই ODI সিরিজে শুভমান গিল দলের নেতৃত্ব প্রদান করবেন। গিলের পাশাপাশি সহ-অধিনায়ক নিযুক্ত করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। তবে, আইয়ারের অংশগ্রহণ নির্ভর করবে তাঁর ফিটনেস রিপোর্টের উপর। পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য মোহাম্মদ সিরাজ দলে ফিরেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থের মতো অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়দের উপস্থিতি দলকে মানসিক শক্তি জোগাবে।

অভিজ্ঞদের কাছে রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে: এই সিরিজটি অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত রেকর্ড গড়ার একটি দুর্দান্ত সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে বিশ্বের এক নম্বর ODI ব্যাটার রোহিত শর্মার জ্যাক ক্যালিস এবং ইনজামাম-উল-হককে ছাড়িয়েODI ইতিহাসের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রান পূর্ণ করা থেকে মাত্র ২৫ রান দূরে রয়েছেন। এছাড়াও, তিনি কুমার সাঙ্গাকারার (২৮,১০৬ রান) সর্বকালের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারেন।
আরও পড়ুন: ভিভিএস লক্ষ্মণের সঙ্গে BCCI-এর রুদ্ধদ্বার বৈঠক! ব্যাপারটা কী?
ভারসাম্যপূর্ণ দল: জানিয়ে রাখি যে, মিডল অর্ডারে, কেএল রাহুল ৬ নম্বরে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলবেন। অপরদিকে, রবীন্দ্র জাদেজা থাকবেন প্রধান স্পিন অলরাউন্ডার হিসেবে। তরুণ খেলোয়াড় নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানাকে দলে অন্তর্ভুক্ত করে, নির্বাচকরা ফাস্ট বোলিং অলরাউন্ডারের বিকল্পগুলি চেষ্টা করেছেন। বোলিং বিভাগে কুলদীপ যাদবই একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হবেন। ODI ক্রিকেটে ২০০ উইকেট পেতে তিনি মাত্র ৯ টি উইকেট দূরে রয়েছেন। এদিকে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত! ৩৮ বছর বয়সে প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ।












