বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের (Indian Railways) তরফে। পাশাপাশি যাত্রীদের সুষ্ঠু এবং আরামদায়ক সফরের দিকটিতেও নজর দিচ্ছে রেল। আর সেই কারণেই ইতিমধ্যেই দেশে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেনের চলাচল শুরু হয়েছে। যেটি যাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এবার, ভোল পাল্টে আত্মপ্রকাশ ঘটল কমলা রঙের (অনেকটা জাফরান বা গেরুয়া রঙের) বন্দে ভারতের।
এমনিতেই এতদিন ধরে বন্দে ভারতের রঙ ছিল নীল-সাদা। কিন্তু এবার দেখা মিলবে কমলা-ধূসর রঙের বন্দে ভারতেরও। শুধু তাই নয়, ইতিমধ্যে এই ট্রেনটি গত শনিবার চেন্নাইয়ের ICF (Integral Coach Factory) থেকে পাডি রেলওয়ে ফ্লাইওভার পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হয়। এমতাবস্থায় ICF-এর একজন উচ্চপথস্থ আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন যে, এই ট্রেনটি ঠিক কোন রুটে চলবে তা এখনও নির্দিষ্টভাবে ঠিক হয়নি। তবে, রেলওয়ে বোর্ড শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কয়েক সপ্তাহ আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন রঙের বন্দে ভারত ট্রেনের পরিদর্শনে গিয়েছিলেন। সেই ছবি তুমুল ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আত্মপ্রকাশ ঘটল এই ট্রেনের। মূলত এই ট্রেনটি ৩১ তম বন্দে ভারত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, ট্রেনটিতে অন্যান্য বন্দে ভারত ট্রেনের মতো সমস্ত সুবিধা উপলব্ধ থাকলেও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সংযুক্ত হয়েছে।
এই ৮-কোচের এসি চেয়ার কার ট্রেনটিতে যাত্রীদের স্বাচ্ছন্দের কথা ভেবে নিরাপত্তা ব্যবস্থা এবং আরামদায়ক সফরের ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সর্বশেষ বন্দে ভারত ট্রেনগুলিতে প্রায় ২৫ টি উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে। যেটি এই নতুন ট্রেনেও উপলব্ধ রয়েছে।
আরও পড়ুন: ভুলে যান বন্দে ভারত! এবার যাত্রী স্বাচ্ছন্দের জন্য Push-Pull ট্রেন আনছে রেল, এর বৈশিষ্ট্য চমকে দেবে
এই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সিটের রিক্লাইনিং অ্যাঙ্গেলের বৃদ্ধি, এক্সিকিউটিভ চেয়ার কারের যাত্রীদের জন্য বর্ধিত ফুটরেস্ট, সিটের নিচে থাকা মোবাইল চার্জিং পয়েন্টগুলিতে আরও ভালো অ্যাক্সেস এবং বাথরুমে আরও গভীর বেসিন সহ বিভিন্ন দিকে নজর দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনের কয়েকটি কোচে হুইলচেয়ার রাখার জন্য আলাদা জায়গা তৈরি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে দেশের বিভিন্ন রুটে সফর শুরু করছে বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি, আমাদের রাজ্যেও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস এখন পরিষেবা প্রদান করেছে। তবে, পুজোর আগে এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।