বাংলাহান্ট ডেস্কঃ মার্চের শুরুতে ভারতের (India) বেসরকারী ব্যাংক ইয়েস ব্যাংকের (Yes bank) প্রায় দেউলিয়া হতে বসেছিল। সেই কারনেই আরবিআই, এই ব্যাংকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, অনেকগুলি বিধিনিষেধ আরোপ করে। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে এই ব্যাঙ্কের দুটি ট্রেডিং সেশনে ব্যাংকের মার্কেট ক্যাপ বেড়েছে 74,550 কোটি রুপি।বর্তমানে ইয়েস ব্যাংক দেশের ষষ্ঠ বৃহত্তম ব্যাংক । রাতারাতি কিভাবে হল এই চমৎকার, আসুন জেনে নেওয়া যাক।
ইয়েস ব্যাঙ্ককে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এলআইসির সহযোগিতায় তার 55.56 শতাংশ অংশীদারিত্ব থাকবে। এর মধ্যে, এসবিআইয়ের 45.74 শতাংশ এবং এলআইসির হাতে 9.81 শতাংশ থাকবে।
এ ছাড়া এইচডিএফসি ব্যাংক ও আইসিআইসিআই ব্যাংকও প্রত্যেকে ৩১ শতাংশ এবং এক্সিস ব্যাংক ও কোটাক মাহিন্দ্রা ব্যাংক প্রত্যেকে ৩.১৫ শতাংশ শেয়ার কিনবে।
ইন্ডিয়ার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) এর ইয়েস ব্যাংকে বর্তমানে 8.06 শতাংশ শেয়ার রয়েছে। এই প্রস্তাবের পরে, ইয়েস ব্যাংকে এলআইসির মোট অংশীদারি বাড়বে 17.87 শতাংশে।
বলা বাহুল্য সরকার এবং আরবিআই একসাথে ইয়েস ব্যাংককে ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে যা আমানতকারী এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে।
প্রসঙ্গত, ২ মার্চ রিজার্ভ ব্যাংক ইয়েস ব্যাঙ্কের নিয়ন্ত্রণ নেয়। এর পরে, ইয়েস ব্যাংক অ্যাকাউন্টধারীদের সর্বোচ্চ 50,000 টাকা উত্তোলন সহ কয়েকটি ব্যাংকিং পরিষেবা নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞাগুলি 18 মার্চ থেকে শেষ হতে চলেছে।