ঝুঁকিপূর্ণ হাওড়ার এই ব্রিজে হঠাৎ ফাটল, যাত্রীদের সতর্কবার্তা জারি

Published on:

Published on:

Howrah a sudden crack occurred on this risky bridge warning issued to passengers

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার সকালে আচমকাই হাওড়ার (Howrah) এই ব্রিজে দেখা দিল ফাটল। এই ঘটনা জানাজানি হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাওড়ার বাঙালবাবু ব্রিজে এই ফাটল দেখা দিয়েছে। প্রসঙ্গত, হাওড়াবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। কারণ, এটি মধ্য হাওড়া সঙ্গে উত্তর হাওড়া তথা বালি-বেলুড়-লিলুয়ার সংযোগ স্থাপনকারী ব্রিজ এটি।

হাওড়া ঝুঁকিপূর্ণ ব্রিজ চলাচলে সতর্কবার্তা (Howrah)

হাওড়ার (Howrah) বাঙাল বাবু এই ব্রিজের ফাটল ধরার কারণ যদিও এখনো স্পষ্ট নয়। তবে এই ব্রিজের পাশেই রেলের তরফ থেকে তৈরি করা হচ্ছে একটু অন্য ফ্লাইওভার। যার ফলে স্থানীয় বাসিন্দারা মনে করছে, নতুন ফ্লাইওভারটি তৈরি করার সময় যে ভাইব্রেশন হচ্ছে তার জেরে বাঙাল বাবু ব্রিজে ফাটল দেখা দিয়েছে।

তবে এই পরিস্থিতির জেরে স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষ সকলেই আতঙ্কিত রয়েছে। স্থানীয় বাসিন্দারা রেলের উদাসীনতা ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। পাশাপাশি হাওড়া পুরসভার তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে রেলের বিরুদ্ধে। রেলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

 Howrah a sudden crack occurred on this risky bridge warning issued to passengers

আরও পড়ুন: চিঁড়ে খেলে অম্বল সমস্যা? এই সহজ ঘরোয়া উপায়ে বানান সুস্বাদু পোহা, জানুন প্রণালী

যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে এবং এই বিষয়ে নিয়ে রেলের তরফে একটি বৈঠকও ডাকা হয়েছে মঙ্গলবার। এই বৈঠকে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, কী কারণে এমন ফাটল তা জানা নেই।

যদিও, বাঙালবাবু ব্রিজের উপর থেকে চাপ কমানোর জন্যই নতুন ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। কারণ, গত অগস্ট মাসে দ্বারকেশ্বর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রামকৃষ্ণ সেতু। যদিও সেই সেতুটি বছর খানেক আগেই দুর্বল সেতুর বলে অ্যাখা পেয়েছিল। আর এই ঘটনার ঘটার কয়েকদিন আগেই ওই সেতুর ওপর দিয়েই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিন পরেই সেই সেতুটি ভেঙে পড়ে। তবে স্থানীয় বাসিন্দারা দাবি করেন, বারংবার বিভিন্ন সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে এত কথা ওঠার পরও কেন সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে না (Hawrah)।