সকাল সকাল বড়সড় দুর্ঘটনা! খড়্গপুরের কাছে লাইন চ্যুত হাওড়াগামী মেদিনীপুর লোকাল

বাংলাহান্ট ডেস্ক : শনিবার জঙ্গলমহলসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রেল অবরোধ। এরই মধ্যে আজ খড়্গপুরের (Kharagpur) কাছে লাইনচ্যুত হল মেদিনীপুর লোকাল। এই ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল ডাউন মেদিনীপুর-হাওড়া (Medinipur-Howrah) লোকালটি (Local)। ট্রেনের সামনের বগি সেই সময় লাইনচ্যুত হয়ে যায়।

তবে সেই সময় ট্রেনের গতি খুব কম থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। জানা যাচ্ছে সেই সময় ওই লাইনে কাজ চলছিল। রেল সূত্রে খবর, গিরি ময়দান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে আজ সকাল ১১ঃ৩৭ মিনিটে। এই ঘটনার ফলে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে লাফ দিয়ে নেমে পড়েন ট্রেন থেকে।

অসীম শর্মা নামে এক যাত্রী বলেছেন,”হঠাৎ বুঝতে পারি ট্রেনটি লাইনচ্যুত হচ্ছে। এরপর আমরা হেঁটেই চলেছি স্টেশনের দিকে।” রেল আধিকারিকরা এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এই দুর্ঘটনার ফলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তবে আপ লাইন খোলা ছিল। সেখান দিয়ে ট্রেন চলাচল করছে।

 train

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেছেন, “আজ লাইনচ্যুত হয়ে যায় হাওড়াগামী মেদিনীপুর লোকাল। যাত্রীদের কিছুক্ষণের মধ্যেই অন্য একটি ট্রেন করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ওখানে লাইনে কাজ হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর