ব্যাট হাতে দ্রাবিড় ও কোহলিকে পেছনে ফেলে দিলেন শামি! গড়লেন বড় রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে নাগপুর টেস্টে বিপাকে অজিরা। তৃতীয় দিনের শুরুতে অজিদের কাঁধে ২২৩ রানের বিরাট লিড চাপিয়ে দিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার (১২০) শতরানের পর রবীন্দ্র জাদেজা (৭০) এবং অক্ষর প্যাটেলের (৮৪) অর্ধশতরানে ভর করে ৪০০ রান স্কোরবোর্ডে তুলেছিল ভারত। ভারতীয় ইনিংসের শেষ দিকে অক্ষর প্যাটেলকে যোগ্য সহায়তা করে এত দূর অবধি পৌঁছতে ভারতকে সাহায্য করেছে শামি।

ভারতীয় দল এই টেস্টে যে একাদশ মাঠে নামিয়েছে তার ব্যাটিং গভীরতা অত্যন্ত বেশি। মহম্মদ শামি, যিনি ১০ নম্বরে ব্যাট করতে নামেন, তারও টেস্ট ম্যাচে অর্ধশতরান রয়েছে। আজ পঞ্চাশের গণ্ডি ছুঁতে না পারলেও ৪৭ বলে দুটি চার ও তিনটি ছক্কা সহ ৩৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের লিডকে ২০০ রানের গন্ডি অতিক্রম করতে সাহায্য করেন।

axar shami

শামি এই টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি মজাদার কীর্তি গড়েছেন। টিপিক্যাল নাম্বার টেন বলতে যা বোঝায়, শামি ঠিক তেমনটা নন। দলের প্রয়োজনে সাত নম্বরে ব্যাটিং করার ক্ষমতাও রয়েছে তার। আর তিনি যে কোনও ফরম্যাটেই যখন ব্যাট হাতে নামেন, তখন চেষ্টা করেন আগ্রাসী ব্যাটিং করার। আজও ঠিক তেমনটাই করেছেন তিনি।

ভারতের ইনিংস শেষ হওয়ার পর একটি পরিসংখ্যান সকলের সামনের যা দেখলে অনেকেই আশ্চর্য হয়ে যাবেন। ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিজেদের গোটা টেস্ট কেরিয়ারে যতগুলি ছক্কা মেরেছেন সেই সংখ্যাকে আজ অতিক্রম করে গিয়েছেন মহম্মদ শামি।

রাহুল দ্রাবিড় নিজের গোটা টেস্ট কেরিয়ারে ১৬৪ টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ২১টি ছক্কা মারতে পেরেছেন। বিরাট কোহলির কেরিয়ার এখনও চলমান। শামির চেয়ে বেশিই টেস্ট খেলেছেন তিনি। তিনি নিজের গোটা টেস্ট কেরিয়ারে ২৪ টি ছক্কা মেরেছেন এখনও পর্যন্ত। মহম্মদ শামি তাদের সকলকে টপকে ২৫টি ছক্কা মেরে নিয়েছেন নিজের কেরিয়ারে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর