বাংলাহান্ট ডেস্ক : এবার হাওড়া ব্রিজে (Howrah Bridge) শুরু হতে চলেছে মেরামতির কাজ। সূত্রের খবর, আপাতত ২৭ দিন এই মেরামতির কাজ করার জন্য ধার্য করা হয়েছে। যদিও পরবর্তীতে কাজের গতি ও প্রয়োজন অনুসারে সময় আরো বাড়তে পারে। কলকাতা ট্রাফিক পুলিশের কাছ থেকে এই মেরামতির কাজের ব্যাপারে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে।
কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী হাওড়া ব্রিজ শহরের অন্যতম ব্যস্ত একটি সেতু। কলকাতা থেকে হাওড়া স্টেশনগামী বহু যানবাহন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। তাই প্রথম থেকেই নজর রাখা হচ্ছিল যাতে মেরামতির কাজের জন্য যানবাহনের কোনো সমস্যা না হয়।
যাত্রী সুবিধার কথা মাথায় রেখে জানা যাচ্ছে মেরামতির কাজ শুরু হবে রাত দশটা থেকে। রাতের এই সময়টা সেতুতে যানবাহনের চাপ অনেকটাই কমে আসে। মেরামতির কাজ চলবে ভোর ছটা পর্যন্ত। এই ব্রিজের এক তৃতীয়াংশ অংশ জুড়ে মেরামতির কাজ চললেও, বাকি অংশ যানবাহন চলার জন্য উন্মুক্ত থাকবে।
যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে রাত্রিবেলা মেরামতির কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রেও সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যাত্রী দুর্ভোগের আশঙ্কা। আশঙ্কা করা হচ্ছে রাত্রিবেলা হাওড়ামুখী যাত্রীরা এই মেরামতির কাজের জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন।
এই বিষয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ই মে থেকে ব্রিজ সংস্কার করার জন্য অনুমোদন চাওয়া হয় কলকাতা ট্রাফিক পুলিশের। এরপর কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। সেতু পর্যবেক্ষণের পর লালবাজারে তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যায়।