বাংলা হান্ট ডেস্ক: আগামী সপ্তাহের শুরুতে ফের ট্রেন বাতিল। আর এবার বাতিল হল হাওড়ার ডিভিশনে (Howrah Division)। রক্ষণাবেক্ষণের জন্য একাধিক প্রেম বাতিল ও সময় পরিবর্তনের কথা জানালো, পূর্ব রেল। এই বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন দিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। আর এর ফলে সাধারণ নাগরিকরা অসুবিধা সম্মুখীন পড়তে পারে সে কোথাও তারা জানেন।
হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির আশঙ্কা (Howrah Division)
হাওড়া ডিভিশনের (Howrah Division) ব্যান্ডেল কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তার জন্যই মাঝে মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে যার কারণবশত ৪- ২৫ নভেম্বরের মধ্যে সাত দিনের জন্য পাওয়ারব্লক নেওয়া হবে।

আরও পড়ুন: আসছে শীত বানান ক্রিমি পালং পনির ১৫ মিনিটে, দেখে নিন দারুণ এই রেসিপিটি
জানা যায়, ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ নম্ভেবর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ ও কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়াও ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪টে ৩০ মিনিটের পরিবর্তে ৫টে ২০ মিনিটে ছাড়বে। তাছাড়া রেল জানিয়েছে, ব্লক চলাকালীন স্পেশাল বা দেরিতে চলা ট্রেনের পথ পরিবর্তন করা হবে।
প্রসঙ্গত এই কাজটি প্রথমে হওয়ার কথা ছিল ১৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। কিন্তু রাস পূর্ণিমার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। তবে ওই দিনগুলিতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলেই নতুন বিজ্ঞপ্তি দিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু সপ্তাহের শুরুতেই পাওয়ার ব্লক এ ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।
হাওড়া ডিভিসনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
हावड़ा मंडल के तहत रखरखाव कार्य के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
REGULATION OF TRAINS FOR MAINTENANCE WORK OVER HOWRAH DIVISION pic.twitter.com/vXwQMiyvPC— Eastern Railway (@EasternRailway) October 31, 2025













