বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আয়োজন মানেই অনেক দায়িত্ব। ভিড় সামলানো থেকে শুরু করে প্রতিমার অর্ডার, মণ্ডপশিল্প, চাঁদা সংগ্রহ, এছাড়া আরও অনেক কিছু। সাধারণত এইসব দায়িত্ব সামনে থাকেন এলাকার পুরুষেরা। কিন্তু হাওড়ার কিছু এলাকায় গত কয়েক বছর ধরে সেই চিত্র বদলেছে। হাওড়ার কিছু এলাকায় ঘর-সংসার সামলানো মহিলারাই এখন পুজোর মূল কর্তা। তাঁদের হাত ধরে, তাঁদের ভাবনায় নতুন রূপ পাচ্ছে দুর্গাপুজো (Durga Puja 2025)।
কুল্টিকরির মহিলাদের পুজো (Durga Puja 2025)
হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের কুল্টিকরি মিলন সঙ্ঘের দুর্গাপুজো (Durga Puja 2025) এ বছর ৮১ বছরে পড়ল। আগে পুরুষেরা পরিচালনা করলেও গত পাঁচ বছর ধরে এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন গ্রামের মহিলারা। গৃহবধূ থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রী, সবাই মিলে সামলাচ্ছেন প্রতিমা নির্বাচন থেকে শুরু করে পুরোহিত ঠিক করা, ঢাকিদের বায়না, এমনকি বাড়ি বাড়ি চাঁদা তোলা পর্যন্ত। সম্পাদক ঝর্ণা প্রামাণিক জানিয়েছেন, সংসারের কাজের পাশাপাশি এই পুজোর প্রতিটি ক্ষেত্র মহিলারা যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলান। এই বছর তাঁদের পুজোর থিম সামাজিক সচেতনতামূলক বার্তা নিয়ে, অর্থাৎ রক্তদান, দেহদান, চক্ষুদান, সবুজায়ন এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতার মতো নানা বিষয়কে মানুষের সামনে তুলে ধরা। এই সবকিছু পূজা মন্ডপে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে অডিও-ভিডিওর মাধ্যমে।
উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাব (Durga Puja 2025)
অন্যদিকে, উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাবের পুজো এ বছর ১১ বছরে পা দিল মহিলাদের পরিচালনায়। যদিও এই পুজোর ইতিহাস প্রায় অর্ধশতাব্দীর (Durga Puja 2025)। পুজো কমিটির সম্পাদিকা চুমকি বোস জানালেন, নবমীতে অব্রাহ্মণ কুমারী মেয়েকে দিয়ে পূজার রীতি শুরু করেছিল তাঁরাই প্রথম। এ বছর তাঁদের পুজোর থিম ‘জীবনচক্র’। মণ্ডপে ব্যবহার করা হয়েছে বিশাল ঘড়ি এবং তার নানা যন্ত্রাংশ। প্লাস্টার অফ প্যারিস ও ফাইবারের কাজে প্রতিমা ফুটে উঠেছে জীবনদায়িনী রূপে। জন্ম-মৃত্যু-পুনর্জন্মের চক্রকে শিল্পের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরবে এই পুজো।
এই দুই ক্লাবের মহিলারা প্রমাণ করে দিয়েছেন, মেয়েদের দায়িত্ব দেওয়া হলে কোনও কিছুই অসম্ভব নয়। কুল্টিকরি মিলন সঙ্ঘ হোক বা নোনা অ্যাথলেটিক ক্লাব, দুর্গাপুজো এখানে কেবল আচার নয়, এখানকার উদ্যোক্তারা পুজোকে সামাজিক বার্তা হিসেবেও তুলে ধরেছেন।
আরও পড়ুনঃ মহালয়া থেকে উদ্বোধনে মমতা, ১২ মণ্ডপে পুলিশি তৎপরতা, কী নির্দেশ দিল কলকাতা পুলিশ?
প্রসঙ্গত, হাওড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত মহিলাদের নেতৃত্বে এই পুজো (Durga Puja 2025) এখন আলোচনার কেন্দ্রে। এই এলাকার মহিলারা শুধু দুর্গাপুজোকে সফলভাবে সম্পন্ন করছেন না, পাশাপাশি সমাজের কাছে এক নতুন ভাবনার দিশা দেখাচ্ছেন। এই উদ্যোগই প্রমাণ করছে, দুর্গাপুজোর আসল শক্তি আসলে নারীদের হাতেই।