আর মাত্র কয়েক দিন! ৫ টাকাতেই হবে গঙ্গাপার, মোদির হাত ধরে এই দিন চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড মেট্রো রুট পথ চলা শুরু করতে পারে মার্চের প্রথম সপ্তাহে। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসলে উদ্বোধন করতে পারেন এই মেট্রো রুটের। একই সাথে উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-রুবি এবং জোকা-এসপ্ল‌্যানেড রুটের তারাতলা-মাঝেরহাট অংশের পরিষেবারও।

মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড পর্যন্ত মেট্রোর ভাড়া রাখা হতে পারে ১০ টাকা। তবে সর্বনিম্ন ভাড়া থাকবে পাঁচ টাকা। অর্থাৎ মাত্র ৫ টাকা খরচা করলেই গঙ্গার তলা দিয়ে মহাকরণ স্টেশন থেকে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশন। আবার হাওড়া ময়দান থেকে হাওড়া আসার জন্য যাত্রীদের খরচ করতে হবে ৫ টাকা।

আরোও পড়ুন : বিমানে চড়েই রোজ করেন কলেজ টু বাড়ি যাতায়াত! এই ছাত্রের কাহিনী শুনলে ‘থ’ হয়ে যাবেন আপনি

বাসে হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড যেতে গেলে যাত্রীদের ১২-১৫ টাকা খরচ হয়। সেখানে মেট্রোয় মাত্র ১০ টাকায় পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। যদিও উদ্বোধনের দিনক্ষণের ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ এখনো কিছুই জানায়নি। প্রকাশ করা হয়নি ভাড়ার তালিকা। তবে উদ্বোধনের জন্য সব মহলে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। মেট্রো কর্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে সবুজ সংকেত মিললেই দিনক্ষণের ব্যাপারে জানানো হবে।

আরোও পড়ুন : পর্যটকদের জন্য নয়া ধামাকা! দার্জিলিং হোক বা পুরী, এবার সফর হবে আরোও মজার, বড় আপডেট রেলের

কলকাতা মেট্রোয় ০-২ কিলোমিটারের জন্য ভাড়া দিতে হয় পাঁচ টাকা। ২-৫ কিলোমিটারের জন্য ভাড়া দিতে হয় ১০ টাকা। সেই হিসাব অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে গঙ্গার তলা দিয়ে মহাকরণ ৫২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পাঁচ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। হাওড়া ময়দান-এসপ্ল‌্যানেড মেট্রোর ৪.৮ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার জন্য দশ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের।

মেট্রো কর্তারা অবশ্য জানাচ্ছেন, ভাড়ার ব্যাপারে এখনো তৈরি হয়নি খসড়া। তবে উদ্বোধনের আগে ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে কিলোমিটার অনুযায়ী মেট্রোর যা ভাড়া, সেই ভাড়ায় বলবৎ থাকবে এই লাইনে। আপাতত এই মেট্রো চালাবে রেক নির্মাণ সংস্থা ‘ভারত আর্থ মুভার্স লিমিটেড’-এর (বিইএমএল) চালকেরা।

east west metro ganga tunnel

 

হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড মেট্রো অংশে চলছে শেষ মুহূর্তের কাজ। কমিশনার অফ রেলওয়ে সেফটি এই লাইন সম্প্রতি পরিদর্শনের পর কিছু পরামর্শ দেন। সেই পরামর্শ মতো ত্রুটি ঠিক করার কাজ চলছে। অন্যদিকে বিদ্যুৎ সংযোগের কাজ হয়ে গেছে এসপ্ল‌্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের আপ এবং ডাউন লাইনে। জানা যাচ্ছে আপাতত এই লাইনে মেট্রো ছুটবে ১০-১২ মিনিটের ব্যবধানে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর