হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি এই বছরেই শুরু হচ্ছে মেট্রো! দিনক্ষণের ঘোষণা

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরেই শুরু হয়ে যাচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। আপাতত দুই দিক থেকে চালানো হবে দুটি রেক।কেএমআরসিএলের এমডি ভিকে শ্রীবাস্তব জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকেই মেট্রো চালু হবে এই রুটে। হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রয়েছে চারটি স্টেশন। ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্ল্যানেড এই চারটে স্টেশনে দাঁড়াবে এই মেট্রো। এই পরিষেবা শুরু হলে ব্যাপকভাবে উন্নত হবে হাওড়ার সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থা। বিশেষভাবে লাভবান হবেন হাওড়া অঞ্চলের মানুষ।

আরোও পড়ুন : ”নেতাজির স্বপ্ন পূরণে ব্যর্থ BJP!” ভারাক্রান্ত মনে গেরুয়া শিবির ত্যাগ সুভাষচন্দ্রের প্রপৌত্র চন্দ্র বসুর

তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট রুটের মেট্রো পরিষেবা কবে চালু হবে। কেএমআরসিএলের এমডি এই ব্যাপারে বলেছেন, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে পারে ২০২৪ সালের জুন মাসে।

আরোও পড়ুন : LPG সিলিন্ডারের পর এবার পেট্রল-ডিজেলে স্বস্তি! এত টাকা কমতে চলেছে দাম

কিছু কাজ বাকি রয়েছে বউবাজারের দিকে। সেই কাজ বাকি থাকার জন্য পরিষেবা শুরু করা যাচ্ছে না এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত। তবে মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে এই অংশের কাজ সম্পন্ন হয়ে যাবে ২০২৪ সালের জুন মাসের মধ্যে। প্রসঙ্গত অত্যাধুনিক সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

kolkata metro 916x516 1581573796

বলা বাহুল্য, নতুন রুটে যুক্ত হতে চলেছে মেট্রোর পূর্ব ও পশ্চিম অংশ। ইতিমধ্যেই স্বয়ংক্রিয় দরজা বসানোর কাজ শেষ হয়েছে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, বিবাদী বাগ এবং এসপ্লানেড স্টেশনে। এরপর এসপ্ল্যানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে জোড়া সুড়ঙ্গের কাজের সমস্যা মিটে গেলে সিগন্যালিংসহ অন্যান্য কাজ শুরু করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর