পুজোর মুখে পুরসভার কর্মীদের জন্য বড় উপহার, ২১৫ জন কর্মীকে দেওয়া হল স্পেশাল কিট

Published on:

Published on:

Howrah Municipal Corporation Ensures Safety for Staff with Special Kits

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া শহরের রাস্তাঘাট ও নর্দমা পরিষ্কারের কাজে নিযুক্ত সাফাই কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)। সোমবার সকালে পুরভবনের বিশেষ অনুষ্ঠানে নর্দমা সাফাইয়ে নিযুক্ত ২১৫ জন কর্মচারীর হাতে বিশেষ সুরক্ষা কিট তুলে দেওয়া হয়।

কী কী রয়েছে সুরক্ষা কিটে?

এই কিটে রয়েছে সুরক্ষার সব উপকরণ, যেমন- বিশেষ ধরনের পোশাক, সেফটি চশমা, সেফটি জুতো, হেলমেট, গ্লাভস এবং রাসায়নিক প্রতিক্রিয়া থেকে রক্ষা করার ক্ষমতাসম্পন্ন মাস্ক। পুরসভার (Howrah Municipal Corporation) পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে নর্দমার ভিতরে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়ে নানা মহলে উদ্বেগ থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরসভার (Howrah Municipal Corporation) পক্ষ থেকে আরও দুটি সুখবর জানানো হয়

পুরসভার (Howrah Municipal Corporation) প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী অনুষ্ঠানে আরও দুটি সুখবর দেন। জানানো হয়, প্রায় ১১০০ সাফাই কর্মীর বকেয়া বর্ধিত অর্থ (জানুয়ারি-জুন ২০২৫) পুজোর আগে মিটিয়ে দেওয়া হবে। এই কাজের জন্য হাওড়া পুরসভা প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয় করবে। এছাড়াও, হাওড়া পুরসভার ১৫০০ অস্থায়ী কর্মচারীর বেতনে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে।

সুজয় চক্রবর্তী আরও বলেন, “আমাদের কর্মীদের নিরাপত্তা ও আর্থিক স্বার্থ নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই সুরক্ষা কিট এবং বেতন বৃদ্ধি আমাদের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার অংশ।”

Howrah Municipal Corporation Ensures Safety for Staff with Special Kits

আরও পড়ুনঃ সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ, বৌবাজার বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তিতে ‘ব্রেক’ টানল হাই কোর্ট

পুরসভার (Howrah Municipal Corporation) এই উদ্যোগের মাধ্যমে সাফাই কর্মীদের কাজের নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তা আরও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পুজোর আগে বকেয়া টাকা বেতন বৃদ্ধিও পুরসভার কর্মীদের পূজার আনন্দ আরও দ্বিগুণ করে দেবে বলে মনে করা হচ্ছে।